ভিলওয়াড়া: ইটভাটার (Brick Kiln) মধ্যে পড়ে কিশোরীর দগ্ধ দেহ (Burned Body)। তাই নিয়েই তোলপাড় শুরু। বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) ভিলওয়াড়া জেলার একটি ইটভাটা থেকে ১৪ বছরের এক কিশোরীর পোড়া দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাট করতেই দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উত্তেজনা-বিতর্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে ওই কিশোরী তাঁর মায়ের সঙ্গে ছাগল চরাতে যায়। কিন্তু হঠাৎই ওই মহিলা দেখেন, আশেপাশে কোথাও মেয়ে নেই। তন্নতন্ন করে খুঁজেও কোথাও ওই কিশোরীর হদিস মেলেনি। গ্রামবাসীরাও ওই মহিলার সঙ্গে খোঁজা শুরু করেন। কিন্তু রাতভর খুঁজেও কোথাও পাওয়া যায়নি কিশোরীকে। পরে বৃহস্পতিবার ভোরে একটি ইটভাটা থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে কিশোরীর হাড়গোড়, রুপোর তোড়া ও এক পাটি জুতো উদ্ধার করে। জানা গিয়েছে, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখনও দেহটি ধিকিধিকি আগুনে পুড়ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গণধর্ষণ করা হয়েছিল ওই কিশোরীকে। এরপর তাঁকে খুন করে দেহটি পুড়িয়ে দেওয়া হয়। ওই ইটভাটা থেকে তিনজন স্থানীয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এ দিকে, কিশোরীর দেহ উদ্ধারের পরই শতাধিক গ্রামবাসী ইটভাটায় জমায়েত করেন এবং দ্রুত ন্যায়বিচার ও অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বুধবারই ওই কিশোরী নিখোঁজ বলে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ সেই অভিযোগ গ্রহণ করতে টালবাহানা করে।
অন্যদিকে, এই দেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রাক্তন মন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন। সম্প্রতিই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে যেভাবে অপরাধ বেড়েছে, তা নিয়ে রাজস্থান সরকার ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে আক্রমণ করেন তারা।