Assault: রাতের সঙ্গিনী হওয়ার প্রস্তাব! বাধা পেতেই ২ যুবতীর পায়ের উপর দিয়ে চলল গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 03, 2023 | 12:48 PM

জানা গিয়েছে, ৬ জন যুবক ২টি গাড়িতে ছিল। ক্লাবের সামনে থেকে তাঁরা দুই যুবতীকে তোলার চেষ্টা করে। তাতে বাধা পেয়েই পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ।

Assault: রাতের সঙ্গিনী হওয়ার প্রস্তাব! বাধা পেতেই ২ যুবতীর পায়ের উপর দিয়ে চলল গাড়ি

Follow Us

পঞ্চকুলা: দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ উঠল ৬ যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ৬ যুবক একটি প্রাইভেট ক্লাব থেকে বেরিয়েছিলেন। সেখানেই দুই যুবতীও ছিলেন। ওই যুবকরা দুই যুবতীতে তাঁদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় বলে অভিযোগ। এমনকি দুই যুবতীকে গাড়িতে উঠার জন্য জোর করার অভিযোগ। ওই যুবতীরা না উঠে চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত যুবকরা গাড়ি চালিয়ে দেয় যুবতীদের পায়ের উপর দিয়ে। এর জেরে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ওই যুবতীরা। তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এমকি এক যুবতীর মাথাতেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটেছে পঞ্চকুলার সেক্টর ৬-এ।

জানা গিয়েছে, ৬ জন যুবক ২টি গাড়িতে ছিল। ক্লাবের সামনে থেকে তাঁরা দুই যুবতীকে তোলার চেষ্টা করে। তাতে বাধা পেয়েই পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি ধারালো জিনিস দিয়ে এক যুবতীর মাথায় আঘাতও করার অভিযোগ উঠেছে।

এর জেরে এক যুবতীর দুই পা ভেঙে গিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক যুবতীর একটি পায়ে এবং মাথায় আঘাত লেগেছে। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকের খোঁজ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Next Article