বারাণসী: জ্ঞানব্যাপি মসজিদে ভিডিয়োগ্রাফিক সমীক্ষা চালানোর জন্য তিনজন কমিশনার নিযুক্ত করেছিল বারাণসীর এক দায়রা আদালত – অজয় মিশ্র, বিশাল সিং এবং অজয় প্রতাপ। মঙ্গলবার, সেই একই আদালত, অজয় মিশ্রকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিল। তাঁর বিরুদ্ধে সমীক্ষার তথ্য, সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, অজয় মিশ্রর সহকারি এই তথ্য ফাঁস করেন। বিশাল সিং এবং অজয় প্রতাপ অবশ্য, এরপরও কোর্ট কমিশনার এবং সহকারি কোর্ট কমিশনার হিসাবে তাঁদের কাজ চালিয়ে যাবেন। সমীক্ষাকারী দলটিকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই দিন সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ মে। অজয় মিশ্রকে সরিয়ে দেওয়ায়, আদালতে প্রতিবেদন পেশ করার দায়িত্ব পালন করবেন কমিশনার বিশাল সিং।
কাশি বিশ্বনাথ মন্দির লাগোয়া এলাকাতেই অবস্থিত জ্ঞানব্যাপি মসজিদ। দীর্ঘদিন ধরেই এই মসজিদ নিয়ে আইনি যুদ্ধ জারি রয়েছে। ১৯৯১ সালে প্রথম মসজিদ চত্ত্বরে পুজো করার অধিকার চেয়ে, বারানসীর এক আদালতে মামলা দায়ের করেছিলেন স্থানীয় হিন্দু পুরোহিতরা। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট, বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় ঘোষণার পরই, বিজয়শঙ্কর রাস্তোগি নামে বারাণসীর এক আইনজীবী জ্ঞানব্যাপি মসজিদটির নির্মাণ অবৈধ দাবি করে, প্রত্নতাত্ত্বিক সমীক্ষার আবেদন করেছিলেন। বস্তুত, সুপ্রিম কোর্ট, এলাহাবাদ হাইকোর্ট এবং বারাণসীর দায়রা আদালতে এই বিষয়ে একাধিক আবেদনপত্র জমা পড়েছিল। আবেদনকারীদের দাবি, ষোড়শ শতকে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে কাশি বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙেই ওই মসজিদ নির্মাণ করা হয়েছিল।
সম্প্রতি, জ্ঞানব্যাপি মসজিদ চত্বরের ভিডিয়োগ্রাফিক সমীক্ষা করার জন্য বারাণসী আদালত উপরোক্ত তিন কমিশনারের নেতৃত্বে একটি দল গঠন করেছিল। সোমবারই এই সমীক্ষার কাজ শেষ হয়। মসজিদের ‘ওজুখানা’য় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে, চাঞ্চল্যকর দাবি করেন হিন্দু পক্ষের আইনজীবী। এরপর, বিচারাধীন হওয়ায় ওই ‘ওজুখানা’টি ঘিরে ফেলার নির্দেশ দেয় বারাণসী আদালত। মঙ্গলবার, সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রেখেছে। তবে, পরীক্ষা-নিরীক্ষা চলাকলীন যাতে মসজিদে নমাজ পাঠ বন্ধ না হয়, বারাণসীর জেলাশাসককে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
এদিকে, জ্ঞানব্যাপী মসজিদের ওজুখানায় যে শিবলিঙ্গ পাওয়ার দাবি উঠেছে, তার ‘পূজা-অর্চনা’-এর অনুমতি চেয়ে মঙ্গলবার বারানসীর এক দায়রা আদালতে আবেদন করা হয়েছে। একইসঙ্গে এই বিষয়ে আরও প্রমাণ সংগ্রহের জন্য, প্রাঙ্গনের বেসমেন্টের দেওয়াল ভেঙে ফেলার এবং ধ্বংসাবশেষ অপসারণের নির্দেশ চেয়ে ওই একই আদালতে আরও একটি আবেদন দাখিল করা হয়েছে। এই দুই আবেদন দাখিল করেন দ্বারকা ও জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর দুই শিষ্যা সাধ্বী পূর্ণম্বা এবং সাধ্বী শারদাম্বা।