নয়া দিল্লি: দিন যত যাচ্ছে ততই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। রোজ ধর্নায় বসছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) মতো তাবড় তাবড় ক্রীড়াবিদরা। দাবি একটাই, গ্রেফতার করতে হবে যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan Sharan)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে। মামলা হয়েছে পকসো আইনেও। এবার এই ইস্যুতে মুখ খুলতে দেখা গেল খোদ ব্রিজভূষণকে। সাফ জানালেন, ‘তিনি ফাঁসির জন্য প্রস্তুত, কিন্তু কুস্তি যেন না থামে।’
তাঁর দাবি, “লাগাতার আন্দোলনের জেরে অনেক ক্ষতি হয়েছে খেলার। আর ক্ষতি তিনি চান না। তিনি বলেন, বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে খেলবেন না। প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। কুস্তি বন্ধ করে দেবেন না।” তিনি আরও বলেন, “ক্যাডেট ন্যাশনালস, জুনিয়র ন্যাশনালস ও অনান্য টুর্নামেন্ট হতে দিন। মহারাষ্ট্র, তামিলনাড়ু হোক বা ত্রিপুরা, আয়োজন যেই করুক না কেন! কিন্তু কুস্তি থামতে দেবেন না। যে বাচ্চার বয়স এখন ১৪ বছর ৯ মাস, সে তিন মাস পর ১৫-তে পা দেবে। জাতীয় স্তরে অংশ নেওয়ার সুযোগ তার নষ্ট হবে। আইওএ, প্রতিবাদি কুস্তিগির ও ডব্লিউএফআই-এর এটা গুরুত্ব দিয়ে বোঝা উচিত।” প্রসঙ্গত, এর আগে একাধিকবার তাঁর পদত্যাগের দাবি উঠলেও তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করতে নারাজ ছিলেন।
কিন্তু, এখন তিনি বলছেন, যদি আন্দোলনকারীরা আন্দোলন ছেড়ে চলে যান, বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন। যদিও তাঁর এই কথাতেও বিশেষ চিঁড়ে ভেজেনি। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে সরব আন্দোলনকারীরা। যা নিয়ে উত্তাল দিল্লির রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই আন্দোলনকারীদের সমর্থনে মাঠে নামতে দেখা গিয়েছে অরবিন্দ কেজরীবাল, প্রিয়াঙ্কা গান্ধীর মতো রাজনীতিবিদদের।