ভিওয়ানি: বন্দুকধারী দুই দুষ্কৃতী। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এক খুনে অভিযুক্তকে আহত করেছে তারা। এই রকম ভয়ঙ্কর দুষ্কৃতীদেরই শুধুমাত্র একটি নারকেল ঝাঁটা নিয়ে তাড়া করলেন এক মহিলা। পালিয়ে বাঁচার পথ পেল না দুষ্কৃতীরা। এমনই বিস্ময়কর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি হরিয়ানার ভিওয়ানি জেলার। সোমবার সকালে এই ঘটনা ঘটে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য হিসেবে পরিচিত রবি বক্সারের হত্যার অন্যতম অভিযুক্ত, জনৈক হরিকিষাণকে হত্যা করতে এসেছিল দুষ্কৃতীরা, এমনই দাবি স্থানীয় পুলিশের। প্রসঙ্গত, হরিকিষান বর্তমানে জামিনে মুক্ত। মাস তিনের আগে, তার উপর হামলার পরিকল্পনা করছে সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছিল ভিওয়ানি পুলিশ।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভিওয়ানির ডাবর কলোনিতে এই ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, সেই সময় নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন হরিকিষাণ। কিছু পরে তাঁর কাছেইএসে থামে দুটি বাইক। চালকরা বাইকে বসে থাকলেও, তাদের পিছনে যে দুই আরোহী ছিল, তারা বাইক থেকে নেমে হরিকিষাণকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। হরকিষাণ দরজা দিয়ে ভিতরে ঢুকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু, বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। বাড়ির দরজার সামনেই হাঁটু গেড়ে পড়ে যান তিনি। কিন্তু, তারপরও কোনওভাবে ভিতরে ঢুকে তিনি দরজাটি বন্ধ করে দিয়েছিলেন।
বন্দুকধারী ওই দুই দুষ্কৃতী এরপর দরজার বাইরে এসে গুলি চালাতে থাকে। এরপরই ভিডিয়োয় দেখা যায় নারকেল ঝাঁটা হাতে তেড়ে আসছেন ওই মহিলা। দুষ্কৃতীরা সেই সময় হরিকিষাণের বাড়ির দরজাটি খোলার চেষ্টা করছিল। তার মধ্যেই নারকেল ঝাঁটা নিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের তাড়া করেন তিনি। মহিলার রণংদেহী মূর্তি দেখে, দৃশ্যতই ঘাবড়ে যায় দুষ্কৃতীরা। তাদের মধ্যে একজন মহিলাকে লক্ষ্য করে গুলিও চালায়। কিন্তু সেই গুলি মহিলার গায়ে লাগেনি। এরপরই চম্পট দেয় তারা। চারজনই বাইকে উঠে দ্রুত চালিয়ে সেই জায়গা থেকে হাওয়া হয়ে যায়। ওই মহিলা হরিকিষাণের পরিবারের কোনও সদস্য, না তাঁর কোনও প্রতিবেশী, তা জানা যায়নি। তবে, ওই মহিলার হস্তক্ষেপেই তাঁর জীবন রক্ষা পেয়েছে, এটা স্পষ্ট। পরে ওই মহিলাকে হরিকিষাণের বাড়িতে ঢুকতেও দেখা যায়।
Wild scenes from Haryana:
– 4 guys attempts to shoot at a man standing in front of his house.
– The shooters miss & the man escapes into his house.
– A woman with broomstick charged at the shooters & scared them away.
Conclusion: Don’t mess with Haryanvi women. pic.twitter.com/FdwvQSjZBj
— Incognito (@Incognito_qfs) November 28, 2023
পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছুড়েছিল দুষ্কৃতীরা। তার মধ্যে অন্তত ৪টি গুলি গায়ে লাগে হরিকিষাণের। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর আঘাত গুরুতর হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে পরে রোহতকের পিজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই এই ঘটনার তদন্ত করতে হরিকিষাণের বাড়ি পৌঁছেছিল আনাজ মান্ডি ফাঁড়ি, সিটি পুলিশ স্টেশন এবং সিআইএ-এর অফিসাররা। কিন্তু, হরিকিষাণের পরিবার তদন্তের জন্য তাঁদের বাড়িতে ঢুকতে দেয়নি পুলিশকে। এমনকি, পুলিশের কাছে তারা কোনও অভিযোগও দায়ের করেনি। ঠিক কী কারণে হরিকিষাণকে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও পুলিশের কাছে আজানা। তবে, এর পিছনে গ্যাং সংক্রান্ত শত্রুতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে তাদের সন্ধান চালানো হচ্ছে।