JD(S): বিজেপির হাত ধরল জেডিএস, লোকসভা ভোটের আগে নতুন সঙ্গী পেল পদ্মশিবির

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 21, 2023 | 8:31 PM

কর্নাটকের রাজ্য রাজনীতির স্বার্থে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের বিরোধিতা করার বার্তা দেওয়া হয়েছে জেডিএসের তরফে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিল জেডিএস। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো এইচডি দেবেগৌড়া।

JD(S): বিজেপির হাত ধরল জেডিএস, লোকসভা ভোটের আগে নতুন সঙ্গী পেল পদ্মশিবির
কুমারস্বামী ও মোদী। ফাইল ছবি।

Follow Us

বেঙ্গালুরু: লোকসভা ভোটের আগে বিজেপির দিকে ঝুঁকল আরও একটি আঞ্চলিক দল। বিজেপির সঙ্গে কাজ করার বার্তা দিল জেডিএস। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী শুক্রবার এই ঘোষণা করেছেন। কর্নাটকের রাজ্য রাজনীতির স্বার্থে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের বিরোধিতা করার বার্তা দেওয়া হয়েছে জেডিএসের তরফে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিল জেডিএস। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো এইচডি দেবেগৌড়া। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি- জেডিএসের এই জোট কর্নাটকের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এই জোটের বিষয়ে কুমারস্বামী বলেছেন, “আমি ইতিমধ্যেই বলেছি বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপি এবং জেডিএস বিরোধী দল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিধানসভার ভিতরে ও বাইরে আমরা একসঙ্গে বিরোধিতা করব। রাজ্যের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পথে কী ভাবে আমরা এগিয়ে যাব, তা নিয়ে আলোচনাও করেছেন আমাদের বিধায়করা।”

তাঁর বাবা এইচডি দেবেগৌড়া দল নিয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে দিয়েছেন বলেও এদিন দাবি করেছেন কুমারস্বামী। পাশাপাশি তিনি জানিয়েছেন, সমস্ত সম্প্রদায়ের বিধায়ক প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতৃত্বে আগামী দিনে কর্নাটকের সমস্ত জেলায় প্রচার ও কংগ্রেস শাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করবে।

Next Article