নয়াদিল্লি: মোদী শাসনের অবসান ঘটাতে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়্যান্স (ইন্ডিয়া) গঠন করেছে দেশের প্রথম সারির বিরোধী দলগুলি। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে বৈঠকও করেছেন জোটের নেতারা। বাদল অধিবেশনের আগে থেকেই মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছিল ইন্ডিয়া জোটে থাকা দলগুলি। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো সামনে আসতেই উত্তাল হয়েছে সংসদ। অধিবেশন শুরুর দিন থেকেই মণিপুর ইস্যুতে ঝাঁঝ বাড়িয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে আগামী সোমবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ধর্নায় বসবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিজেপি সরকারের বিরুদ্ধে মণিপুর ইস্যুতে ঝাঁঝ বাড়াতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর পর প্রকাশ্যে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ভিডিয়ো নিয়ে গত তিন দিন ধরেই উত্তাল হয়েছে দেশ। মণিপুরে হিংসার ঘটনা গত ২ মাসেরও বেশি সময় ধরে ঘটে চলেছে। এই সময়কালে মণিপুর নিয়ে কোনও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে মণিপুর নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এ নিয়ে সংসদে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি তিনি। যদিও সংসদে এ নিয়ে মোদীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা।
মণিপুর ইস্যুতে গত ২ দিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষই। সংসদ মুলতবিও হয়েছে একাধিকবার। জোট গড়ে লড়াই করতে উজ্জীবিত বিরোধীরা আগামী দিনেও মোদী সরকারের উপর চাপ বজায় রাখতে বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিচ্ছে তাদের কর্মসূচি।