Pralhad Joshi: ‘বিরোধীদের আচরণ দুর্ভাগ্যজনক’, মণিপুর ইস্যুতে সংসদ মুলতুবি প্রসঙ্গে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 6:44 PM

Pralhad Joshi: অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাওয়ার জন্য বিরোধীরাই দায়ী অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আরও বলেন, "বিরোধীরা হট্টগোল করে অধিবেশন চালাতে দিচ্ছে না। আর এর জন্য সরকারের উপর দোষ চাপাচ্ছে। এটা ঠিক নয়।"

Pralhad Joshi: বিরোধীদের আচরণ দুর্ভাগ্যজনক, মণিপুর ইস্যুতে সংসদ মুলতুবি প্রসঙ্গে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: মণিপুর (Manipur) নিয়ে সরকার আলোচনা করতে চায়। কিন্তু, বিরোধীরা আলোচনা করতে দিচ্ছে না। শুক্রবার বারবার বিরোধীদের হই-হট্টগোলে সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়া নিয়ে এমনই জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই ধরনের ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ বলেও মন্তব্য করেছেন তিনি (Pralhad Joshi)।

এদিন অধিবেশনের শুরু থেকেই বারবার উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। বিরোধীরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব হন। বিরোধীদের হই-হট্টগোলের জেরে লোকসভার পর রাজ্যসভার অধিবেশনও মুলতুবি হয়ে যায়। এভাবে অধিবেশন মুলতুবি হওয়ার ঘটনায় বিরোধীদের আচরণের কড়া নিন্দা জানান কয়লা ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, “সংসদের নিয়ম মেনেই মণিপুরের বিষয় নিয়ে সরকার আলোচনা করবে বলে জানিয়েছে। তারপরও বিরোধীরা আলাদা-আলাদা অজুহাত দিয়ে অধিবেশন চালাতে দিচ্ছে না। প্রথমে এদের দাবি ছিল, মণিপুর নিয়ে আলোচনা হোক। তারপর নতুন-নতুন দাবি তুলছে। এটা দুর্ভাগ্যজনক।”

অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাওয়ার জন্য বিরোধীরাই দায়ী অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আরও বলেন, “বিরোধীরা হট্টগোল করে অধিবেশন চালাতে দিচ্ছে না। আর এর জন্য সরকারের উপর দোষ চাপাচ্ছে। এটা ঠিক নয়।”

সরকার যে মণিপুর ইস্যুতে আলোচনা করতে আগ্রহী, সেটা এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও স্পষ্ট করে দিয়েছেন উল্লেখ করে প্রহ্লাদ যোশী বলেন, “বিরোধীরা সহযোগিতা করছে না এবং তারা যে ভূমিকা পালন করছেন, তা অনভিপ্রেত।”

প্রসঙ্গত, এদিন মণিপুর ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোল প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “আমরা চাই মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হোক। কিন্তু বিরোধীরা মণিপুর নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। বেশ কিছু বিরোধী দল ইচ্ছাকৃতভাবে সংসদে অশান্তি করছেন যাতে আলোচনা না হয়।” মণিপুরের পরিস্থিতি যতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত, বিরোধীরা তা করছে না বলে অভিযোগও করেন রাজনাথ। পরে বিরোধীদের আচরণ প্রসঙ্গে তাঁদের ভূমিকা ও দায়িত্ববোধ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও প্রশ্ন তুলেছেন।

Next Article