Mahatma Gandhi Memorial: জলমগ্ন মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাট, ১০টি পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 6:07 PM

Waterlogged: দিন কয়েক আগেই বিপদসীমা পেরিয়েছিল যমুনা নদীর জল। তাজমহলের সীমানা প্রাচীর পর্যন্ত স্পর্শ করেছিল যমুনার জল। যা গত কয়েক দশকের ইতিহাসে রেকর্ড। এবার জলমগ্ন হয়েছে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ।

Mahatma Gandhi Memorial: জলমগ্ন মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাট, ১০টি পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা
জলমগ্ন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ এলাকা।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: দিন কয়েক আগেই বিপদসীমা পেরিয়েছিল যমুনা নদীর জল। তাজমহলের (Taj Mahal) সীমানা প্রাচীর পর্যন্ত স্পর্শ করেছিল যমুনার জল। যা গত কয়েক দশকের ইতিহাসে রেকর্ড। এবার জলমগ্ন হয়েছে দিল্লির রাজঘাটে (Rajghat)মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ। শুক্রবার সকাল থেকে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ এলাকায় পাম্প চালিয়ে জল বের করার কাজ শুরু করা হয়। এরকম ঘটনা সাধারণত দেখা যায়নি বলে দাবি প্রশাসনিক আধিকারিক থেকে স্থানীয় বাসিন্দাদের।

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী জলমগ্ন হয়ে যাওয়ার কারণ খুঁজতে নিকাশি ব্যবস্থার ব্যবস্থাপনা দেখতে রাস্তায় বেরিয়েছেন খোদ দিল্লির উপ-রাজ্যপাল ভি.কে সাক্সেনা। তিনি রাজঘাটেও যান এবং সমগ্র এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাতে জল না পৌঁছয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রশাসনকে আগাম নির্দেশও দেন তিনি।

রাজঘাট জলমগ্ন হয়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান দিল্লি প্রশাসনের আধিকারিকেরা। পাম্প দিয়ে জল বের করার কাজও শুরু হয়। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় পাম্প করে রাজঘাটের ভিতর থেকে সমস্ত জল বের করা হয় এবং এলাকাটি পরিষ্কার করে যত দ্রুত সম্ভব শুকনো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি প্রশাসনের এক আধিকারিক। দিল্লি সরকার, মুখ্য সচিব এবং উপ-রাজ্যপাল স্বয়ং গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে যমুনার জলে প্লাবিত হয় দিল্লির রিং রোড। স্মৃতিসৌধ এলাকাও প্লাবিত হয়েছিল। তারপর পাম্প চালিয়ে জল বের করা হয়। এদিন রাজঘাট থেকে জল বের করতে ১০টি পাম্প বসানো হয়েছে।

Next Article