PM Narendra Modi: ‘এটা চতুর্থ শিল্পবিপ্লবের যুগ’, G20-র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 7:01 PM

G-20: এদিনের জি-২০ -র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক বিশ্বব্যাপী সকল শ্রমিকের কল্যাণে একটি শক্তিশালী বার্তা দেবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পর এই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবও বক্তব্য রাখেন।

PM Narendra Modi: এটা চতুর্থ শিল্পবিপ্লবের যুগ, G20-র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
জি-২০ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে ভিডিয়োবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

ইন্দোর: সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে কর্মসংস্থানের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে সারা বিশ্বে কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করে বিশ্বব্যাপী কর্মশক্তিকে আরও দক্ষ করে তোলার প্রয়াস শুরু হয়েছে। তাই ‘G20 Summit 2023’ -এ এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ভারত। শুক্রবার G20-র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

এদিন মধ্যপ্রদেশের ইন্দোরে G20-র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক বসে। সেই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে নয়া দিল্লি থেকে ভিডিয়ো-বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রয়োজনীয়তার ভিত্তিতে দক্ষতা এবং যোগ্যতা বাড়িয়ে তুলে আন্তর্জাতিক স্তরে কর্মক্ষমতা বাড়ানোর প্রশংসা করেন। এটা চতুর্থ শিল্পবিপ্লবের যুগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে প্রযুক্তি এবং এটাই থাকবে।” তাই দক্ষতার উন্নয়ন ঘটানোই ভবিষ্যৎ কর্মশক্তির মন্ত্র বলে জানান তিনি। ভারতের বিশ্বের অন্যতম দক্ষ কর্মশক্তি প্রদানকারী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এদিন দাবি জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, “এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় এবং অভিবাসন ও গতিশীলতা অংশীদারিত্বের নতুন মডেল প্রয়োজন। আমাদের অবশ্যই প্রতিটি দেশের অনন্য অর্থনৈতিক সক্ষমতা, শক্তি এবং চ্যালেঞ্জগুলি বিবেচনা করতে হবে।” কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদান প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী ‘ই-শ্রম’ পোর্টালের কথাও তুলে ধরেন।

এদিনের জি-২০ -র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠক বিশ্বব্যাপী সকল শ্রমিকের কল্যাণে একটি শক্তিশালী বার্তা দেবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পর এই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবও বক্তব্য রাখেন এবং কর্মদক্ষতার বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

Next Article