Weather Update: আজ পশ্চিমবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহ, কমলা সতর্কতা জারি IMD-র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 13, 2023 | 9:57 AM

Weather Update: পশ্চিমবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন। ১৬ এপ্রিল অবধি চলবে তাপপ্রবাহ।

Weather Update: আজ পশ্চিমবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহ, কমলা সতর্কতা জারি IMD-র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: তীব্র গরমে পুড়ছে গোটা দেশ। গতকালই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তাপমাত্রা। গতকাল শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এই আবহেই পশ্চিমবঙ্গের একাধিক জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করল কেন্দ্রীয় মৌসম ভবন (India Meteorological Department)। ১৬ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ১৩ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্য়েই আলিপুর আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে। এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পৌঁছে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

কেন্দ্রীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আগামী ১২ থেকে ১৬ এপ্রিল পার্বত্য অঞ্চল ব্যতীত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া গরমই থাকবে। এই অঞ্চলের উপর দিয়ে শুষ্ক পশ্চিম ও উত্তর-পশ্চিম বাতাস বয়ে যাওয়ার কারণেই এখানে আবহাওয়া এত গরম। গতকাল শিলিগুড়ির তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চার দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং বাইরে কম কাটানোর পরামর্শ দিয়েছে।

তাপপ্রবাহ কী?

IMD-র মতে, যখন সমভূমিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন দিনের বেশি সময় ধরে কমপক্ষে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে এবং পার্বত্য অঞ্চলে কমপক্ষে ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে সেই অবস্থাকে তাপপ্রবাহ বলা হয়।

 

 

Next Article