Corona Virus: বড় লাফ করোনার, দেশে ১০ হাজারের গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 13, 2023 | 10:26 AM

Covid-19 Update in India: দেশে ১০ হাজারের গণ্ডি পেরোল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তার ভাঁজ কপালে।

Corona Virus: বড় লাফ করোনার, দেশে ১০ হাজারের গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশ জুড়ে ফের দাঁত-নখ বের করছে করোনা। বৃহস্পতিবার বড় লাফ করোনা আক্রান্তের সংখ্য়া। এবার দেশে ১০ হাজারের গণ্ডি পেরোল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। একদিনে প্রায় ৩ হাজার বেড়েছে সংক্রমিতের সংখ্যা। আর আজ গত সাত মাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকালের থেকে ৩০ শতাংশ বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৪৪ হাজার ৯৯৮। বর্তমানে দেশে দৈনিক পজিটিভিটি রেট রয়েছে ৪.৪২ শতাংশ। আর সপ্তাহের নিরিখে এই হার ৪.০২ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার ভরসা দিচ্ছে। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৭১ শতাংশ।

এদিকে দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র সহ আরও অন্যান্য় রাজ্য। বুধবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজারের গণ্ডি পেরিয়েছে। গত সাত মাসের রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লিতে গতকালের করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সেখানে ১ হাজার ১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে ১ জনের। রাজধানীতে বর্তমানে পজিটিভিটি রেট রয়েছে ২৩.৮ শতাংশ। এদিকে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে কোভিড-১৯-এর কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১১৫ এ। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের। করোনাবিধি ও বুস্টার ডোজ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Next Article