বেঙ্গালুরু: একরাতের বৃষ্টিতেই ভেসে গেল বেঙ্গালুরু (Bengaluru) ও উত্তর চেন্নাই(Northern Chennai)-র একাধিক অংশ। দক্ষিণ ভারতের উপর তৈরি নিম্নচাপের প্রভাবে অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu) ছাড়াও কর্নাটক(Karnataka)-র একাধিক অংশেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই।
রাতারাতি এক রাতের বৃষ্টিতেই ফের প্লাবিত হয়েছে তামিলনাড়ুর রাজধানী। এক সপ্তাহ আগেই নিম্নচাপের প্রভাবে যে ভারী বৃষ্টি শুরু হয়েছিল তামিলনাড়ুতে, তার জেরে চেন্নাই সহ একাধিক এলাকায় জল জমে গিয়েছিল। রবিবার থেকে ফের নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় প্লাবিত হয়েছে কোসাস্থালাইয়র নদী। এর জেরে উত্তর চেন্নাইয়ের একাধিক অংশ জলে ডুবে গিয়েছে। প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলা থেকেও নদীর জল ঢোকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
একটানা বৃষ্টিতে চেন্নাই সহ একাধিক জায়গায় বাড়িতে জল ঢুকে গিয়েছে। বৃষ্টিতে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে উত্তর চেন্নাই। সেখানে এতটাই জল জমে গিয়েছে যে, চলাচলের জন্য় নৌকা ব্যবহার করতে হচ্ছে। সাধারণ মানুষদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। তাদের দাবি, কয়েকদিন আগেও অতি বৃষ্টির কারণে গোটা শহর জলে ডুবে গিয়েছিল। নতুন করে একদিনের বৃষ্টিতেই ফের একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় এবং নিয়মিত নিকাশি নালাগুলি পরিস্কার না হওয়ার কারণেই এই দশা। প্রশাসনের কাছে এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।
এদিকে, তামিলনাড়ুর থিরুভাল্লুর জেলার জলাধার থেকে বিগত কয়েকদিন ধরেই জল ছাড়া হচ্ছিল। কিন্তু নতুন করে বৃষ্টি শুরু হওয়া, অতিরিক্ত জলে বন্য়া পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনায় পুন্ডি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে প্রশাসন।
কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতেও একই দশা। সেখানে রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে আল্লালাসান্দ্রা লেক প্লাবিত হয়েছে। এরফলে পার্শ্ববর্তী এলাকাগুলিতে জল জমে গিয়েছে। উত্তর বেঙ্গালুরুর একাধিক রাস্তাও জলের তলায় চলে গিয়েছে। ইয়েলাহাঙ্কা, নাগাভারা, কোগিলু ও বিদ্যারান্য়াপুরা এলাকা সব থেকে বেশি প্রভাবিত হয়েছে বৃষ্টিতে। কেবল ইয়েলাহাঙ্কা এলাকাতেই গত ২৪ ঘণ্টায় ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরফলে গোটা এলাকাতেই জল জমে গিয়েছে।
#WATCH | Karnataka: Parts of Bengaluru face waterlogging due to rainfall in the region. Visuals from outside Kendriya Vihar apartment in Bengaluru. pic.twitter.com/qwXjtQNpBL
— ANI (@ANI) November 22, 2021