Bengaluru: রান্নার মাসির ‘গরম মশলা’, গন্ধে-গন্ধে স্বামীর প্রেমিকাকে হাতে-নাতে ধরে ফেলল বউ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 24, 2023 | 4:38 PM

Bengaluru cook busted an extramarital affair: দাম্পত্য জীবনে গরম মশলা ছিটিয়ে দিলেন বেঙ্গালুরুর এক রাঁধুনি। গন্ধে-গন্ধে বরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেললেন স্ত্রী। গোটা ঘটনায় সবথেকে লাভবান হয়েছেন ওই রাঁধুনি। কী ঘটল ঘটনাটা, জানতে হাসি থামাতে পারবেন না।

Bengaluru: রান্নার মাসির গরম মশলা, গন্ধে-গন্ধে স্বামীর প্রেমিকাকে হাতে-নাতে ধরে ফেলল বউ
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বেঙ্গালুরু: পরেশ রাওয়াল, অক্ষয় কুমার, জন আব্রাহাম অভিনিত ‘গরম মশালা’ ফিল্মের কথা মনে আছে? মুম্বইয়ের এক ফ্ল্যাটে, অক্ষয় এবং জন দুই বন্ধু একাধিক প্রেমিকাকে নিয়ে জীবন কাটাচ্ছিলেন। আর তাদের বাড়ির রাঁধুনির ভূমিকায় অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। জন ও অক্ষয়ের একেক প্রেমিকা এসে একেক রকম খাবার খেতে চাইত। আর, পরের প্রেমিকা এসে তাঁকে জিজ্ঞেস করত, সেই খাবার সে কার জন্য তৈরি করছে? উত্তর দিতে পারতেন না পরেশ। আর এভাবেই ধরা পড়ে গিয়েছিল জন ও আক্ষয়ের প্রতারণা। এবার বাস্তবের এক দাম্পত্য জীবনেও, গরম মশলা ছিটিয়ে দিলেন বেঙ্গালুরুর এক রাঁধুনি। যার গন্ধে-গন্ধে বরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরে ফেললেন স্ত্রী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, বেশ কয়েকটি পোস্টে এই ঘটনা ফাঁস করেছেন ফিজিওথেরাপিস্ট, ড. ফলক জোশিপুরা। ওই রাঁধুনি তাঁর বাড়িতেও রান্নার কাজ করেন। তিনি নিজেই ওই ডাক্তারকে ঘটনাটি জানিয়েছেন। রাঁধুনি জানিয়েছেন, ওই দম্পতির বাড়িতে তিনি নতুন কাজ করতে ঢুকেছিলেন। তার পরপরই, কোনও কাজে বেশ কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন স্ত্রী। স্বামীকে বাড়িতে একাই ছিলেন। দুদিন পর, আরও এক মহিলা তাঁদের বাড়িতে এসেছিলেন। রাঁধুনিকে ওই ব্যক্তি জানিয়েছিলেন, নতুন মহিলা তাঁর ‘বোন’। স্ত্রী না থাকায় তাঁর দেখভাল করতে এসেছেন। এমনকি, ওই মহিলা তারপর থেকে রোজ রাঁধুনিকে ডেকে সেই দিন কী কী রান্না হবে, তাও বলে দিতেন।

নতুন মহিলা পাস্তা থেকে ভালবাসতেন। ভাগ্যের মোচড়ে, স্ত্রীর যেদিন ফিরে আসার কথা, সেই দিনও ওই রাঁধুনি পাস্তা বানিয়েছিলেন। ওই ব্যক্তি এবং তাঁর ‘বোন’ দুজনের জন্যই। স্ত্রী ফিরে এসে তাঁকে জিজ্ঞেস করেছিলেন, কার জন্য সে এত পাস্তা রান্না করেছে? রাঁধুনি অকপটে জানিয়েছিলেন, তাঁর স্বামী এবং তাঁর বোনের জন্য ওই পাস্তা রান্না করেছে সে। এদিকে, স্বামীর কোনও বোন ছিল না। ফলে, স্ত্রী দুয়ে দুয়ে চার করে নিয়েছিলেন। ধরে ফেলেছিলেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। পরের দিনই, স্বামীকে চেপে ধরেছিলেন স্ত্রী। প্রেমিকার সঙ্গে হাতে-নাতে ধরে ফেলেছিলেন স্বামীকে। সম্পূর্ণ ঘটনার সাক্ষী ছিল ওই রাঁধুনি। রাঁধুনির মতে, ওই ব্যক্তি যদি প্রথমেই ওই মহিলাকে তাঁর প্রেমিকা বলে জানিয়ে দিতেন, তিনি কখনই স্ত্রীকে সেই সম্পর্কের কথা জানতে দিতেন না।

এই ঘটনার পর ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে বেঙ্গালুরু শহরেই থাকেন দুজনে। তবে, আলাদা আলাদা ফ্ল্যাটে। এদিকে, এর ফলে সবথেকে লাভ হয়েছে ওই রাঁধুনির। তিনি এখন বিবাহ বিচ্ছিন্ন ওই দম্পতির দুটি ফ্ল্যাটেই রান্নার কাজ করেন। অর্থাৎ, তাঁর রোজগার এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে।