AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Threat Call: ৪০০ কেজি RDX, ৩৪ জন মানব বোমা! ১ কোটি মানুষকে মারার হুমকি আসতেই হাই অ্যালার্ট জারি

Mumbai Threat: মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে এই উড়ো ফোন এসেছিল। আজ, শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বই পুলিশের তরফে জানানো হয়, একটি উড়ো ফোনকলে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

Threat Call: ৪০০ কেজি RDX, ৩৪ জন মানব বোমা! ১ কোটি মানুষকে মারার হুমকি আসতেই হাই অ্যালার্ট জারি
মুম্বইয়ে হাই অ্যালার্ট।Image Credit: PTI
| Updated on: Sep 05, 2025 | 2:59 PM
Share

মুম্বই: বাণিজ্যনগরীতে বড়সড় নাশকতার ছক? এল উড়ো হুমকি (Threat Call)। তারপরই মুম্বই (Mumbai) জুড়ে হাই অ্যালার্ট জারি। ৪০০ কেজি আরডিএক্স (RDX) নিয়ে ৩৪ জন মানব বোমা (Human Bomb) শহরে ঘুরে বেড়াচ্ছে, তারা ৩৪টি গাড়িতে বোমা রেখেছে তারা। এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে এই উড়ো ফোন এসেছিল। আজ, শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বই পুলিশের তরফে জানানো হয়, একটি উড়ো ফোনকলে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শহরজুড়ে বোমা বিস্ফোরণের জন্য ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে বলেই হুমকি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠন এই হুমকি দিয়েছে। অনন্ত চতুর্দশীতে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ৩৪টি গাড়িতে ৩৪ জন মানব বোমা থাকবে, ১ কোটি মানুষের মৃত্যু হবে এই বিস্ফোরণে, এমনটাই হুমকি বার্তায় বলা হয়েছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশ গোটা রাজ্যে নিরাপত্তা বাড়িয়েছে উড়ো ফোন পাওয়ার পর।

এদিকে, চলতি সপ্তাহের সোমবার মহারাষ্ট্রের থানে থেকে রুপেশ মাধুকর রানপিসে নামক ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি দেওয়ার জন্য। তার আগে অগস্ট মাসেও দক্ষিণ মুম্বইয়ে ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসেছিল। সেই সময় তল্লাশি চালিয়েও কোনও কিছু মেলেনি।