Punjab: শুধু মন্ত্রিসভা নয়, ক্যাপ্টেন ঘনিষ্ঠদের প্রশাসনিক পদ থেকেও সরাতে উদ্যোগী চন্নি-সিধু, অন্য ছক কষছে শীর্ষ নেতৃত্ব!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 24, 2021 | 9:44 AM

Punjab Cabinet Reshuffle: মুখ্যমন্ত্রী বদল হতেই পঞ্জাব কংগ্রেসের সম্পূর্ণ খোলনচে বদলে যাওয়ারই আশঙ্কা করছেন দলের কর্মীরা। তবে সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভোটমুখী রাজ্যে যাবতীয় কার্যকবাপের উপর কড়া নজর রাখা হবে।

Punjab: শুধু মন্ত্রিসভা নয়, ক্যাপ্টেন ঘনিষ্ঠদের প্রশাসনিক পদ থেকেও সরাতে উদ্যোগী চন্নি-সিধু, অন্য ছক কষছে শীর্ষ নেতৃত্ব!
তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: অবশেষে রাহুলের সাক্ষাৎ পেলেন চন্নি (Charanjit Singh Channi)। কথা বললেন পঞ্জাবের মন্ত্রিসভার রদবদল (Cabinet Reshuffle) নিয়ে। তবে সূত্রের খবর, কেবল মন্ত্রিসভাতেই নয়, দলের সাংগঠনিক পদগুলিতেও রদবদল চাইছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী। এর লক্ষ্য একটাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amarinder Singh)-র ঘনিষ্ট কোনও নেতা ক্ষমতায় থাকতে পারবেন না।

মুখ্যমন্ত্রী বদল হতেই পঞ্জাব কংগ্রেসের সম্পূর্ণ খোলনচে বদলে যাওয়ারই আশঙ্কা করছেন দলের কর্মীরা। তবে সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভোটমুখী রাজ্যে যাবতীয় কার্যকবাপের উপর কড়া নজর রাখা হবে। স্থানীয় কোনও নেতাকে ইচ্ছে মতো প্রচারের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রিসভার নতুন সদস্য় কারা হবেন, সেই সিদ্ধান্তও একান্তই গান্ধী পরিবারের হবে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, অমরিন্দরের প্রস্থানের পরই নভজ্যোত সিং সিধু নিজের ক্ষমতা বৃদ্ধির আশা করলেও শীর্ষ নেতৃত্ব আপাতত সিধুর যাবতীয় কার্যকলাপের উপরও কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে। সিমলা থেকে ফিরেই রাহুল গান্ধী বুধবারই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান সুনীল জাকরের সঙ্গে দেখা করেন।  এরপরই দলের অন্দরে গুঞ্জন শোনা যায়, নতুন মন্ত্রিসভায় কেবল সিধু ঘনিষ্টরাই জায়গা পাবেন না, কারা কোন পদ পাবেন, তা স্থির করবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই।

দলীয় সূত্রে খবর, নির্বাচনের আগেই দলের অন্দরে এত বড় ফাটল ধরায়, নির্বাচনী প্রচারে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় শীর্ষ নেতৃত্ব। যাবতীয় কর্মসূচি পরিচালনের জন্য “নিরপেক্ষ” কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা চলছে, যাতে দলের অন্দরে ক্ষমতা নিয়ে নতুন করে কোনও টানাপোড়েন না শুরু হয়।

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে সিধু-চন্নির উপরই রাজ্য পরিচালনের দায়িত্ব ছাড়ার কথা বলা হলেও রাজ্য়স্তরের সমস্ত শীর্ষনেতৃত্বকেই আপাতত স্ক্যানারের নীচে রাখা হবে বলেই সূত্রের খবর। কেবল মন্ত্রিসভাতেই নয়, একইসঙ্গে  প্রশাসনিক স্তরেও বড়সড় বদল আনা হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Infiltration: দিনের আলোতেই বিপুল অস্ত্র নিয়ে ভারতে ঢুকছিল জঙ্গিরা! সেনাবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি 

Next Article