Infiltration: দিনের আলোতেই বিপুল অস্ত্র নিয়ে ভারতে ঢুকছিল জঙ্গিরা! সেনাবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি

3 Militant killed in Uri Sector: বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের উরি (Uri) সেক্টরে ওই অনুপ্রবেশকারীদের দেখতে পায় সেনা বাহিনী। তাদের লক্ষ্য করে গুলি চালাতেই পালিয়ে যায় দুইজন।

Infiltration: দিনের আলোতেই বিপুল অস্ত্র নিয়ে ভারতে ঢুকছিল জঙ্গিরা! সেনাবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি
কাশ্মীরে কড়া প্রহরায় নিরাপত্তারক্ষী বাহিনী। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2021 | 9:15 AM

শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা (Line of Control) দিয়ে সাতসকালেই অস্ত্রশস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৫ সন্দেহভাজন ব্য়ক্তি, কিন্তু সঠিক সময়েই সেনাবাহিনীর (Army) নজরে পড়ে যায় সেই অনুপ্রবেশকারীরা (Infiltrator)। সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সেনাবাহিনীর গুলিতে তিন অনুপ্রবেশকারীকে খতম করা গেলেও বাকি দুইজন নিয়ন্ত্রণ রেখার ওপারে পালিয়ে যায়। নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে চলতি মাসে এই নিয়ে দুবার অনুপ্রবেশ আটকানো হল। বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের উরি (Uri) সেক্টরে ওই অনুপ্রবেশকারীদের দেখতে পায় সেনা বাহিনী। গুলির লড়াইয়ে যে তিনজন অনুপ্রবেশকারীকে নিকেশ করা হয়েছে, তাদের মধ্যে একজনের পরিচয় জানা সম্ভব হয়েছে। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে একটি প্রেস বিবৃতিতে জানান, নিহত ওই অনুপ্রবেশকারীদের মধ্য়ে একজন পাকিস্তানি নাগরিক। বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বরো উরি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল ৬ জঙ্গি। সেই সময়ও সেনা বাহিনী দেখতে পেয়ে যাওয়ায় তারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পালিয়ে যায়। বিগত এক সপ্তাহ ধরে সেখানে জঙ্গিদের খোঁজে চিরণী তল্লাশি চালানো হচ্ছিল। ওই তল্লাশি অভিযান বন্ধ করতেই ফের অস্ত্রশস্ত্র সহ অনুপ্রবেশের চেষ্টা চালানো হল।

সেনাবাহিনীর উরি বেসের কম্যান্ডিং অফিসার জানিয়েছেন. নিহত ওই তিন সন্ত্রাসবাদীর কাছ থেকে ৫টি একে-৪৭, ৭টি পিস্তল, ৫টি একে ম্যাগাজিন, ২৪টি ইউবিজিএল গ্রেনেড, ৩৮টি চিনা গ্রেনেড, ৭টি পাকিস্তানি গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়াও কিছু শুকনো খাবার ও পাকিস্তানি মুদ্রায় ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

এই অনুপ্রবেশের সঙ্গে আফগানিস্তানের কোনও সম্পর্ক রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে বলেন, “সেপ্টেম্বরের শুরু থেকেই পাকিস্তানের আচরণে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই কারণে সেনা বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে”। আসন্ন শীতেও অনুপ্রবেশের চেষ্টা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে অনুপ্রবেশকে না জড়িয়েই তিনি বলেন, “আমরা সবধরনের অনুপ্রবেশ রুখতে প্রস্তুত।”