উচ্চ মাধ্যমিকের ভাগ্য নির্ধারণ করতে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

সুমন মহাপাত্র |

May 22, 2021 | 4:18 PM

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সব রাজ্যেরই শিক্ষা দফতর , সিবিএসই ও আইসিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে।

উচ্চ মাধ্যমিকের ভাগ্য নির্ধারণ করতে রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

Follow Us

নয়া দিল্লি: করোনা (COVID 19) আবহে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ। মূলত অনলাইনেই চলছে পঠন-পাঠন। এই পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? তা ঠিক করতে রবিবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ২৩ মে সাড়ে ১১টা থেকে শুরু হবে বৈঠক। বৈঠকে থাকবেন নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সব রাজ্যেরই শিক্ষা দফতর , সিবিএসই ও আইসিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে। একই ভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অন্যান্য কোর্সেরও প্রবেশিকা পরীক্ষা স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠকে কোনও পথ বেরয় কি না, সে দিকেই তাকিয়ে পড়ুয়ারা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিক কোনদিকে এগোবে, তা ঠিক করতেই এই বৈঠক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইটে তিনি লিখেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য মতামত জানাতে।” শিক্ষামন্ত্রী এ-ও লিখেছেন, “বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার প্রয়োজন। আপনারা টুইটারেও আমায় পাঠাতে পারেন।”

আরও পড়ুন: রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত বেড়ে ১০, রিপোর্ট স্বাস্থ্য দফতরের

Next Article