দেশে করোনার পারদ ওঠানামা করছে ক্রমাগত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন, মৃত্যু হয়েছে ৪১৯৪ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০-এ। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
সংক্রমণ কমছে, সক্রিয় আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী। কিন্তু তা সত্ত্বেও ফের একবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার। কোভিডের কারণে জারি হওয়া কার্ফু এ দিন ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্ত্রিসভার এক বৈঠকের পরই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনা সেরে যাওয়ার পরও যদি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। মিউকরমাইকোসিস (Mucormycosis) সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে এমনই বার্তা দিলেন এইমসের ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়া (Dr. Randeep Guleria)। তিনি জানিয়েছেন, করোনার পরও যদি মাথা ব্যাথা না কমে, মুখের কোনও অংশ অবশ হয়ে যায়, তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলে মিউকরমাইকোসিসের পরীক্ষা করার প্রয়োজন আছে।
বিস্তারিত পড়ুন: একটানা মাথা ব্যাথা! মিউকরমাইকোসিসের উপসর্গ সম্পর্কে সচেতন করলেন এইমস প্রধান
শনিবারের বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময় সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যদিও মৃত্যুর হার প্রায় একই রয়েছে। সেখানে কোনও স্বস্তি নেই। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫৯। আজ তা সামান্য কমে হয়েছে ১৫৪ । সুস্থতার হারও কিছুটা বেড়ে হয়েছে ৮৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮। পজিটিভিটির হার বর্তমানে ২৭ শতাংশ।
সবিস্তারে পড়ুন: করোনার কোপে একদিনে ১৫৪ মৃত্যু, সংক্রমণের হার নিম্নমুখী কলকাতা ও উত্তর ২৪ পরগনায়
করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে যে সমস্ত রোগীরা রয়েছেন, তাদের চিকিৎসা পদ্ধতিতে সাহায্য করতে একটি নতুন অ্যাপের উদ্বোধন করা হল। অ্যাপটির নাম “হিমাচল কোভিড কেয়ার”। এ দিন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এটি লঞ্চ করেন।
Shimla: Himachal Pradesh CM Jai Ram Thakur launching 'Himachal Covid Care Mobile App' for COVID patients in home isolation today pic.twitter.com/airnRa5lIU
— ANI (@ANI) May 22, 2021
সংক্রমণ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়, তবুও অনন্তকাল ধরে লকডাউন বা কার্ফু চালিয়ে যেতে চান না মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাই রাজ্যে ১ জুন থেকে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু হবে জানান তিনি।
हम अनंतकाल तक बंद नहीं रख सकते हैं। हमें 1 जून से धीरे-धीरे अनलॉक करना है: मध्य प्रदेश के मुख्यमंत्री शिवराज सिंह चौहान #COVID19 pic.twitter.com/xBOA5li3Tf
— ANI_HindiNews (@AHindinews) May 22, 2021
ত্রিপুরাতেও হানা মিউকরমাইকোসিসের। এই ভয়ঙ্কর ছত্রাক সংক্রমণ নিয়ে কেন্দ্রের সতর্কবার্তার দু’দিন পরেই রাজ্যের রাজধানীতেই এক করোনা রোগীর দেহে এই সংক্রমণের খোঁজ মিলল। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ বছরের এক মহিলার দেহে মিউকরমাইকোসিসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে।
বিস্তারিত পড়ুন: ত্রিপুরাতেও হানা মিউকরমাইকোসিসের, আগরতলার হাসপাতালে খোঁজ মিলল প্রথম আক্রান্তের
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, গত ২৪ ঘণ্টায় ২০.৬৬ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে, যা এখনও অবধি সর্বোচ্চ পরীক্ষার সংখ্যা।
With more than 20.66 lakh tests conducted in the last 24 hours, India has again set a new record for the highest tests conducted in a day: Union Health Ministry
— ANI (@ANI) May 22, 2021
করোনা (COVID) মহামারী মানুষের জীবন বদলে দিয়েছে। করোনাকালে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি কোর্সের অধ্যয়ন এবার থেকে অনলাইন এবং অফলাইন উভয়ই মিশ্রিত ভাবে হবে। প্রস্তাব অনুযায়ী ৪০ শতাংশ বা তার বেশি কোর্স অনলাইনে শেখানো হবে, আর ৬০ শতাংশ কোর্সটি অফলাইনে শেখানো হবে। মঞ্জুরি কমিশনের উচ্চ পর্যায়ের কমিটি বর্তমানে এটি সুপারিশ করেছে যা পরামর্শের জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনার সঙ্কট চলাকালীন ইউজিসি-র গত বছর প্রকাশিত নির্দেশিকায় সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ৩০ শতাংশ কোর্স অনলাইনে শেখানোর পরামর্শ দেওয়া হয়েছিল।
বিস্তারিত পড়ুন: পিছু ছাড়বে না অনলাইন, বড় পদক্ষেপের সুপারিশ মঞ্জুরি কমিশনের
মে মাসের শুরু থেকেই উত্তরাখণ্ডে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। বিগত ২০ দিনে রাজ্যে করোনা সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত ৫৬০০ জনের মধ্যে ৫০ শতাংশই ১ মার্চ থেকে ২০ মে-র মধ্যে হয়েছে। অর্থাৎ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়েই রাজ্যে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।
Uttarakhand has recorded the highest number of deaths in the first 20 days of May. During the second wave of #COVID19, 51% of the total 5,600 deaths in the state were reported between March 1 and May 20: State Health Department
— ANI (@ANI) May 22, 2021
করোনা কার্ফু ভেঙে সবজি বিক্রি করছিল ১৭ বছরের এক কিশোর। এই অপরাধেই থানায় তুলে নিয়ে এসে মারধর করা হয় তাঁকে। তবে প্রচন্ড মারধরে অবস্থা খারাপ হতেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় দুই কনস্টেবল ও একজন হোমগার্ডকে সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও জেলায়।
বিস্তারিত পড়ুন: কার্ফুর নিয়ম ভেঙে সবজি বিক্রির ‘অপরাধে’ থানায় নিয়ে গিয়ে নির্মম মার, কিশোরের মৃত্যুতে উত্তাল উন্নাও
করোনাকালে দেশে বিপদের আরেক নাম মিউকরমাইকোসিস (Mucormycosis)। বিভিন্ন রাজ্যে লাফিয়ে বাড়ছে মিউকরমাইকোসিস আক্রান্তের সংখ্যা। বিহারে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯ জন এই সংক্রমণের শিকার হয়েছেন। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। ৩৯ জনের মধ্যে ৩২ জনকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ছাপড়ায় চিকিৎসা চলছে। এখনও অবধি বিহারে এই সংক্রমণের শিকার হয়েছেন ১৭৪ জন।
বিস্তারিত পড়ুন: বিহারে লাফিয়ে বাড়ছে মিউকোরমাইকোসিস সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হল, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ৪২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০০ জন চিকিৎসকই দিল্লির।
420 doctors including 100 in Delhi have lost their lives due to COVID19 in the second wave of the infection: Indian Medical Association (IMA)
— ANI (@ANI) May 22, 2021
রাজ্যে কমছে না সংক্রমণ, তাই আরও দুই সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি জানান, আগামী ২৪ মে অবধি লকডাউন থাকার কথা থাকলেও তা ৭ জুন অবধি বৃদ্ধি করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন: দৈনিক ৩২ হাজার আক্রান্তে বেলাগাম করোনা সংক্রমণ, কর্নাটকে আরও ২ সপ্তাহ লকডাউন
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পরই গুজরাটে ১৫ বছরের এক কিশোরের দেহে বাসা বেঁধেছিল মিউকরমাইকোসিস। তবে চিকিৎসকরা দ্রুত তা শনাক্ত করেন এবং সেই জায়গাগুলিতে অস্ত্রোপচার করেন। আপাতত ওই কিশোর স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। আগামী ২-৩দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
Gujarat | A 15-yr-old boy, discharged post #COVID, was diagnosed with Mucormycosis (Black fungus). Boy is stable after surgery. We expect to discharge him in 2 or 3 days. This is 1st case of paediatric Mucormycosis in Ahmedabad: Abhishek Bansal, paediatric doctor at pvt hospital pic.twitter.com/N6D98FA3Yp
— ANI (@ANI) May 22, 2021
করোনা সংক্রমণ রুখতে লেহতে বাড়ানো হল করোনা কার্ফুর মেয়াদ। ২৪ মে অবধি চলতি কার্ফুর মেয়াদ থাকলেও তা বাড়িয়ে আগামী ৭ জুন অবধি করা হল।
Chairman, DDMA Leh notifies the extension of ongoing Corona curfew from 24th May (7 am) till 7th June (7am) in Leh pic.twitter.com/zMzC3lHrrB
— ANI (@ANI) May 22, 2021
সংক্রমণের থেকেও চিন্তা বাড়াচ্ছে দেশের মৃত্যুহার। একাধিক রাজ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা বেড়েছে প্রথমবারের তুলনায়। শুক্রবার তামিলনাড়ুতে করোনা সংক্রমণের জেরে প্রাণ হারান ৪৬৭ জন, যা আগের দিনের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১৮৪ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটিই ছিল ৩৫ হাজার ৫৭৯, অর্থাৎ একদিনেই সংক্রমণের হার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত পড়ুন: একদিনেই মৃত্যুহারে ১৭ শতাংশ বৃৃদ্ধি তামিলনাড়ুতে, ৩৬ হাজার পার দৈনিক আক্রান্তের সংখ্যা
সচেতনতা তৈরিতে নজির গড়লেন জম্মু-কাশ্মীরের এক বৃদ্ধা। বয়স তাঁর ১২০, তবুও করোনা টিকা নিয়ে বাকিদের কাছে দৃষ্টান্তের সৃষ্টি করলেন। শুক্রবার তাঁর এই পদক্ষেপের জন্য সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যানিট জেনারেল ওয়াইকে জোশী তাঁকে স্মারক দিয়ে সম্মান জানান।
বিস্তারিত পড়ুন: ‘করোনাকে করি না ভয়’, উপত্যকায় সচেতনতা বাড়াতে টিকা নিলেন ১২০ বছরের বৃদ্ধা, কুর্নিশ সেনাবাহিনীর
অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি করার অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ক্রাইম ব্রাঞ্চ শাখা তাকে ২৫টি অক্সিজেন সিলিন্ডার ও ১২ টি অক্সিজেন কিট নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার করে।
Maharashtra | A 28-year-old has been arrested from Jogeshwari West, by Crime Branch unit 9, for hoarding 25 oxygen cylinders and 12 oxygen kits for black marketing. Search underway for another accused. Case registered at Oshiwara Police Station: Mumbai Police (21.05) pic.twitter.com/YosTSfB6sr
— ANI (@ANI) May 21, 2021