বেঙ্গালুরু: কর্ণাটকের ধারওয়াড় জেলার এক বাস স্টপে বসেছিলেন বোরখা পরা এক মহিলা। বাস স্টপে বাস আসার জন্য অপেক্ষা করছিলেন আরও অনেকে। হঠাৎ, বোরখা সরালেন ওই মহিলা। আর তারপরই দেখা গেল, মহিলা কোথায়? এ তো একজন পুরুষ। এরপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন অন্যান্যরা। জানা যায়, তাঁর নাম বীরভদ্রায়া মঠপতি, বয়স ৫০ বছর। একজন হিন্দু ব্যক্তি কেন বোরখা পরে ঘুরছেন? বীরভদ্রায়া দাবি করেছেন, বোরখার আড়ালে তিনি ভিক্ষা করেন। তবে, বাস স্টপে উপস্থিত অন্যান্যদের দাবি, ভিক্ষা নয়। বিনা পয়সার বাস যাত্রা করার জন্যই এই কৌশল অবলম্বন করেছেন বীরভদ্রায়া।
প্রসঙ্গত, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যবাসীকে পাঁচটি নির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এর মধ্যে অন্যতম ছিল মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার সুবিধা। অন্যায়ভাবে কর্নাটক সরকারের শক্তি প্রকল্পের আওতায় বিনামূল্যে বাসের টিকিট পেতেই বোরখা পরেছিলেন বীরভদ্রায়া, এমনই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ জুলাই)। কুন্দগোল মহকুমার সানশি বাস স্টপে বসেছিলেন বীরভদ্রায়া। তাঁকে দেখেই বাস স্টপে বাকিদের সন্দেহজনক মনে হয়েছিল। তাঁর আচার আচরণ ছিল পুরুষদের মতো, বোরখার তলা থেকে বেরিয়ে থাকা হাতগুলোও ছিল পুরুষদের মতো। এরপর, তিনি বোরখাটি সরাতেই আসল ঘটনা ধরা পড়ে। তাঁর বোরখা পরে ভিক্ষা চাওয়ার ব্যাখ্যাও তাঁরা বিশ্বাস করেননি। বীরভদ্রায়ার কাছে একজন মহিলার আধার কার্ডের ফটোকপিও ছিল।
বাস স্টপে জড়ো হওয়া বাকিরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিলেন। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তাকে জেরা করে জানা যায়, বীরভদ্রায়া বিজয়পুরা জেলার গোদাগেরি গ্রামের বাসিন্দা। বেঙ্গালুরু থেকে একটি ট্রেন ধরে সে সানশিতে এসেছিল। সেখানে তিনি একটি বোরকা-সহ ব্যাগ পড়ে থাকতে দেখেছিলেন। এরপর, তিনি ওই বোরখাটি পরে নিয়েছিলেন, যাতে তিনি বাস স্ট্যান্ডে ভিক্ষা চাইতে পারেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। পুলিশের এক কর্তা বলেছেন, “শক্তি প্রকল্পের অধীনে মহিলাদের জন্য বিনামূল্যে বাসে যাত্রা করার জন্য লোকটি বোরখা পরেছিল কিনা, তা পরিষ্কার নয়। প্রকৃতপক্ষে, আমরা অনুসন্ধান চালিয়ে তার কাছে একটি আধার কার্ড পেয়েছি। তাতে এক মহিলার বিবরণ ছিল। একজন জানিয়েছেন, তাঁকে গদগ জেলার লক্ষ্মেশ্বর থেকে আসতে দেখেছেন। সতর্ক করে তাকে আমরা ছেড়ে দিয়েছি।”