নিজস্ব প্রতিবেদন: বিহার মিটলেই বাংলা। বিজেপির এখন লক্ষ্য, বিহারে প্রত্যার্বতন, বাংলায় পরিবর্তন। বিহারে না হয় নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর মুখ, কিন্তু বাংলায় কে? এই প্রশ্নের সামনে ঝেড়ে কাশলেন না প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ। শুধুমাত্র বললেন, মুখ্যমন্ত্রীর দাবিদার হয়ত অনেকেই আছে, কিন্তু এই মুহূর্তে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সেই পরিবর্তন আসবে।
পশ্চিমবঙ্গ বাদে গোটা পূর্ব ভারত এখন গেরুয়া পতাকার দখলে। তাই একুশে বাংলার ভোট বিজেপির কাছে কার্যত ‘মর্যাদার লড়াই’। কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারে বিজেপির এমন মুখ্যমন্ত্রী-মুখ আতস কাচ দিয়ে খুঁজতে হচ্ছে। বিহার নির্বাচনে অমিত শাহ যেখানে স্পষ্ট বলছেন, জিতলে নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী, বাংলার ক্ষেত্রে সেই অমিতের উত্তর এড়িয়ে যাওয়া রাজনৈতিক জল্পনা বাড়াল। খেয়াল করুন, বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, মুখ ছাড়াই নির্বাচনে লড়বে বিজেপি।
তবে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। প্রতি জেলায় বোমা কারখানা মিলছে। অনুপ্রবেশ বেড়েছে। আমফানে পাঠানো কেন্দ্রীয় ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে। করোনা পরিস্থিতে যে ব্যবস্থা নেওয়া উচিত, তা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধীদের যে ভাবে মামলায় ফাঁসানো হচ্ছে, খুন করা হচ্ছে, ভারতের কোনও রাজ্যে এমন পরিস্থিতি নেই। এক সময় কেরলে এমন পরিস্থিতি ছিল। এখন অনেকটা স্বাভাবিক।
বাংলার পরিস্থিতি নিয়ে এর আগে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে ছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়, কৈলাস বিজয়বর্গীয়রা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “তাঁদের দাবি অমূলক নয়। তবে, তাঁরা রাজনৈতিক কর্মী হিসাবে এই দাবি করেছেন। রাষ্ট্রপতি শাসন সাংবিধানিক বিষয়। রাজ্যপালের রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা উচিত।”