নয়া দিল্লি: তিন মাস হতে চলল। হিংসার আগুনে জ্বলছে ছোট্ট পাহাড়ি রাজ্য মণিপুর (Manipur)। তবে মণিপুরে শান্তি ফেরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। হিংসা বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিশেষ তৎপরতা নিয়েছেন। শনিবার নয়া দিল্লিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে মণিপুরে শান্তি ফেরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।” মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, সেটাও সর্বদলীয় বৈঠকে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মণিপুরের অশান্তি নিয়ে যে তাঁরা উদ্বিগ্ন, সেকথা এদিনের সর্বদলীয় বৈঠকে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “অশান্তি শুরু হওয়ার পর থেকে এমন একদিন যায়নি, যেদিন তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি অথবা প্রধানমন্ত্রী কোনও নির্দেশ দেননি।” এখনও মণিপুরের হিংসা বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান শাহ।
#WATCH | Union Home Minister Amit Shah chairs all-party meeting on the situation in Manipur in Delhi pic.twitter.com/NR0J79NtG6
— ANI (@ANI) June 24, 2023
যদিও মণিপুরের অশান্তির ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী এন.বীরেন সিংয়ের পদত্যাগেরও দাবি জানান বিরোধীরা। পাশাপাশি মণিপুরে অবিলম্বে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোরও প্রস্তাব দিয়েছেন বিরোধীরা। তাঁদের সেই প্রস্তাব খতিয়ে দেখার ব্যাপারে এদিন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুর নিয়ে এদিনের বৈঠকে উপস্থিত প্রত্যেক রাজনৈতিক দলের বক্তব্যও শোনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট্ট এই পাহাড়ি রাজ্যে শান্তি ফেরাতে এদিন বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শাহ। এব্যাপারে প্রতিটি রাজনৈতিক দলের পরামর্শ চেয়েছেন তিনি এবং কেন্দ্রীয় সরকার তাঁদের মতামত খোলা মনে গ্রহণ করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে মণিপুর পরিদর্শনে গিয়েছিলেন এবং হিংসা দমন করতে কড়া বার্তা দিয়েছিলেন। তাঁর সেই বার্তার পর রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল এবং বিক্ষোভকারীদের অনেকেই অস্ত্রসমর্পণ করেছিলেন। এখনও পর্যন্ত ১৮০০ আগ্নেয়াস্ত্র আত্মসমর্পণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, তফশিলি উপজাতির মর্যাদার দাবিতে মে মাসের গোড়া থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। গত ৩ মে থেকে সেই সংঘর্ষ চরম আকার নেয়। মাঝে অশান্তি কিছুটা প্রশমিত হলেও ফের উত্তেজনা বাড়তে শুরু করেছে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। তাই পরিস্থিতি সামাল দিতে এবার সর্বদলীয় বৈঠক ডাকেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে বিজেপি সহ মোট ১৮টি রাজনৈতিক দল যোগ দিয়েছিলেন। উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ৪ সাংসদও উপস্থিত ছিলেন বৈঠকে।