ইথাম: বিগত ৫০ দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভের আগুনে জ্বলছে মণিপুর। জনজাতির সংরক্ষণ নিয়ে সংঘর্ষ চলছে মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনা, অসম রাইফেলসের বাহিনী। শনিবারই মণিপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর-পূর্বের রাজ্যের অশান্তি নিয়ে যখন কেন্দ্রের বৈঠক চলছে, সেই মুহূর্তেই চরম অরাজকতার ছবি ধরা পড়ল মণিপুরে। সেনাবাহিনীকে ঘিরে রেখে ১২ জন বন্দিকে ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ওই দুষ্কৃতী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন কয়েকজন মহিলা, এমনটাই জানানো হয়েছে সেনা সূত্রে।
সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার মণিপুরের কাঙ্গলেই ইয়াওল কান্না লুপ দুষ্কৃতী গোষ্ঠীর ১২ জনকে আটক করা হয়। কিন্তু আচমকাই সেনার উপরে চড়াও হয় প্রায় ১৫০০ জনের এক দুষ্কৃতী দল। মহিলা ও স্থানীয় নেতাদের নেতৃত্বে ওই বিশাল দুষ্কৃতী দল অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় এবং ওই ১২ জন বন্দিদের ছাড়ানোর দাবি করে। প্রতিকূল পরিস্থিতিতে পিছু হটতে হয় সেনাবাহিনীকে। বাধ্য় হয়ে ছেড়ে দেওয়া হয় ১২ জনকে।
?????????? ?? ????? ??????? ?? ?????? ???? ????????
Acting on specific intelligence, operation was launched in Village Itham (06 km East of Andro) in Imphal East by Security Forces today morning. Specific search after laying cordon was… pic.twitter.com/7ZH9Jp8nOI— SpearCorps.IndianArmy (@Spearcorps) June 24, 2023
সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের তরফে টুইটে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে পূর্ব ইম্ফলের ইথাম গ্রামে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য় নির্দিষ্ট কিছু জায়গাতেই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে মোট ১২ জন কেওয়াইকেএল দুষ্কৃতীকে অস্ত্রশস্ত্র সহ আটক করা হয়। তাদের নিয়ে ফিরছিল সেনা, সেই সময়ই ১২০০ থেকে ১৫০০ জনের একটি দুষ্কৃতী দল, যার নেতৃত্বে ছিলেন মহিলারা, তাঁরা চড়াও হয়। সেনা বাহিনীকে অভিযানে বাধা দেওয়া হয়। তাদের বারবার অনুরোধ করলেও, কিছুতেই পথ ছাড়েনি দুষ্কৃতীরা। প্রাণহানির আশঙ্কায় সেনা সংঘর্ষ এড়ায় এবং আটক ১২ জনকে মুক্তি দিতে বাধ্য় হয়।
#WATCH | Manipur: Security forces launched an operation acting on specific intelligence, in village Itham in Imphal East district on 24th June. The operation resulted in apprehension of 12 KYKL cadres along with arms, ammunition and war-like stores. Self-Styled Lt Col Moirangthem… pic.twitter.com/B1yXoJ9WKo
— ANI (@ANI) June 25, 2023
সেনার তরফে জানানো হয়েছে, যেহেতু বিপুল সংখ্যক জনতা চড়াও হয়েছিল এবং তাদের কাছে বহু অস্ত্রশস্ত্র ছিল, তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই ১২ জন অভিযুক্তকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই অঞ্চল ছাড়ার আগে সেনা বাহিনী দুষ্কৃতীদের কাছ থেকে যাবতীয় অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। ফের একবার মণিপুরে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধও জানানো হয়েছে।