তালচের: শৈশবে এই স্কুলেই শিক্ষার প্রথম পাঠ নিয়েছিলেন। আজ তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)। কিন্তু, প্রথম স্কুলকে ভোলা যায় না। তাই শনিবার ওড়িশার (Odisha) তালচেরে হান্ডিধুয়া প্রাথমিক স্কুলে গিয়ে নস্ট্যালজিক হয়ে উঠলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই স্কুলেই প্রাথমিক পাঠ নিয়েছিলেন তিনি। এত বছর পর এদিন হান্ডিধুয়া প্রাথমিক বিদ্যালয়ে এসে ‘নস্ট্যালজিক’ কেন্দ্রীয় মন্ত্রী গোটা স্কুল পরিদর্শন করেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন। সেই সমস্ত ছবি নিজের টুইটারে শেয়ারও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এত বছর পর শৈশবের স্কুলে এসে তিনি ‘খুব আনন্দিত’ বলেও টুইটারে উল্লেখ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
হান্ডিধুয়া প্রাথমিক স্কুলে গিয়ে পুরানো স্মৃতিচারণা করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইটারে লিখেছেন, “নিজের স্কুলে ফিরে আসার খুশি ভাষায় বলা কঠিন। আজ তালচেরে হান্ডিধুয়া প্রাথমিক স্কুলে এসে শৈশবের কথা মনে পড়ে গেল। এই স্কুলে আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। এত বছর পর এই স্কুলে পুনরায় আসা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করা অত্যন্ত সুখকর অনুভব। এই স্কুল আমার কাছে মন্দির-সম, আমার হৃদয়ের বড় অংশ জুড়ে রয়েছে।”
अपने स्कूल वापस लौट कर आने की ख़ुशी शब्दों में बयान करना मुश्किल है।आज हांडीधुआं प्राईमरी स्कूल, तालचेर आकर बचपन की यादें ताज़ा हो गयीं। इसी स्कूल में मैंने कक्षा पाँच तक अपना बचपन बिताया था। इतने सालों के बाद इस प्रांगण में पुनः आना और विद्यार्थियों और शिक्षकों से मिलना अत्यंत… pic.twitter.com/km0DY1d6DV
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 24, 2023
আবার হান্ডিধুয়া প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সঙ্গে তাঁর আলাপচারিতার ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “ওই দিনগুলিতে জীবন ছিল খুব সহজ এবং স্বপ্নের মতো!”
হান্ডিধুয়া প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই প্রসঙ্গে টুইটারে তিনি জানান, এখানে এমন কিছু ছোট-ছোট শিক্ষার্থী রয়েছে, যাদের উৎসাহ, পড়াশোনার প্রতি আগ্রহ এবং এগিয়ে চলার সাহস, তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার থেকে অনেক বেশি। এটা তাঁকে নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছে এবং আগামী দিনে নৈনিহাল ভারতকে নেতৃত্ব দেবে বলেও টুইট-বার্তায় উল্লেখ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।