Marriage: বরুণদেবকে তুষ্ট করতে বিয়ে দেওয়া হল দুই বালকের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 24, 2023 | 7:50 PM

Marriage: দুই বালকের মধ্যে একজন বর এবং আরেকজনকে কনে সাজানো হয়। রীতি-রেওয়াজ মেনে ঐতিহ্যবাহী পোশাক পরেই তাদের বিয়ে দেওয়া হয়।

Marriage: বরুণদেবকে তুষ্ট করতে বিয়ে দেওয়া হল দুই বালকের
প্রতীকী ছবি।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

বেঙ্গালুরু: সমকামী দুই মহিলা বা দুই পুরুষের বিয়ে করার ঘটনা শোনা গিয়েছে। কিন্তু, বরুণদেবকে তুষ্ট করতে দুই বালকের বিয়ে! এমনই ঘটনার সাক্ষী হল কর্নাটকের (Karnataka) মাণ্ড্য জেলা। বৃষ্টির ঘাটতি মেটাতে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে বিয়ে হল দুই বালকের। দুই বালকের পরিবার ও গ্রামবাসী মিলেই তাদের বিয়ের (Marraige) আয়োজন করে। শুধু তাই নয়, দুই বালকের বিয়ের পর গ্রামবাসীরা এক পিকনিকেরও আয়োজন করে।

বৃষ্টির প্রার্থনায় দুই বালকের বিয়ে দেওয়ার ঘটনা শুনতে অবিশ্বাস্য লাগলেও কর্নাটকবাসীর কাছে অবশ্য বিষয়টি নতুন নয়। স্থানীয়দের বিশ্বাস, দুই বালকের বিয়ে দেওয়ার মধ্য দিয়ে বৃষ্টির দেবতা তুষ্ট হন। তাই গত শুক্রবার মাণ্ড্য জেলার কৃষ্ণারাজপেট তালুকের গঙ্গেনাহাল্লি গ্রামে দুই বালকের বিয়ের আয়োজন করা হয়। সমগ্র অঞ্চলে বৃষ্টির ঘাটতি মেটাতে এবং বৃষ্টির আশাতেই এই বিশেষ উদ্যোগ নেয় গঙ্গেনাহাল্লি গ্রামের বাসিন্দারা। এপ্রসঙ্গে গ্রামের এক প্রবীণ জানান, এবছর এখনও বর্ষা দুর্বল। এখনও পর্যন্ত গত বছরের তুলনায় এবছর বৃষ্টির ঘাটতি রয়েছে। তাই বৃষ্টির ঘাটতি মেটাতেই পুরানো ঐতিহ্য তুলে ধরা হয়।

দুই বালকের মধ্যে একজন বর এবং আরেকজনকে কনে সাজানো হয়। রীতি-রেওয়াজ মেনে ঐতিহ্যবাহী পোশাক পরেই তাদের বিয়ে দেওয়া হয়। আর সেই বিয়ের অতিথি ছিল দুই বালকের পরিবার সহ সমগ্র গ্রামবাসী। তাই এই বিবাহ-অনুষ্ঠানের স্মারক হিসাবেই গ্রামবাসীরা পিকনিকের আয়োজন করে এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠে।

Next Article