Amit Shah: আজ উপত্যকায় শাহ, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 13, 2023 | 6:10 AM

শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি।

Amit Shah: আজ উপত্যকায় শাহ, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে
ছবি সৌজন্যে: PTI

Follow Us

শ্রীনগর: নতুন বছরের প্রথম দিনই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে উপত্যকা। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই ঘটনার প্রেক্ষিতে এবার উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপত্যকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন জম্মুর এক সিনিয়ার বিজেপি নেতা। তিনি বলেন, “আজ বিকালে ডাংরি গ্রামে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বাড়িতে যেতে পারেন তিনি। তাঁর এই আগমন এলাকাবাসী থেকে আমাদের সেনাদের মনোবল বৃদ্ধিতে বিশেষ বিশেষ সাহায্য করবে।” মূলত উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজৌরি জেলায় আসছেন বলেও তিনি জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের সফরসূচি সম্পর্কে জানা গিয়েছে, এদিন সকাল সওয়া ১১ টার বিমানে দিল্লি থেকে জম্মু আসবেন অমিত শাহ। সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারে রাজৌরিতে পৌঁছবেন তিনি। রাজৌরির যে এলাকায় জঙ্গি হামলা হয়েছিল সেই এলাকা তিনি খতিয়ে দেখবেন এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। তারপর সেখানে কিছুক্ষণ থেকে ফিরে আসবেন জম্মুতে। জম্মুর রাজভবনে স্থানীয় প্রশাসন এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করারও কথা রয়েছে। এরপর বিকাল ৪টের বিমানে ফের জম্মু থেকে দিল্লি ফিরে যাবেন শাহ।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ধানমন্ডি গ্রামে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। একদল জঙ্গি গাড়ি থেকে নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালায়। ঘটনায় স্থানীয় কয়েকজন গুরুতর আহত হন। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনের মৃত্যু হয়। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

Next Article