Ration: রেশনে বড় কেলেঙ্কারি, আঙুলের ছাপ নিয়ে নেন ডিলার, উপভোক্তাদের দেন না চাল, গম

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 13, 2023 | 12:16 AM

Ration: অভিযোগ, শিবজি পাণ্ডে এলাকাবাসীর কাছ থেকে গত তিন চার মাস ধরে আঙুলের ছাপ নিচ্ছেন। কিন্তু রেশন দিচ্ছেন না।

Ration: রেশনে বড় কেলেঙ্কারি, আঙুলের ছাপ নিয়ে নেন ডিলার, উপভোক্তাদের দেন না চাল, গম

Follow Us

উত্তর প্রদেশ: রেশন দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠল উত্তর প্রদেশের গাজিপুরে। সরকার বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ, এরপরও গরিবের পেটের অন্ন দেদার চুরি করে চলেছেন রেশন ডিলার। উপভোক্তাদের অভিযোগ, ওই রেশন ডিলার উপভোক্তাদের আঙুলের ছাপ নিয়ে নেন। অথচ দিনের পর দিন রেশন দিচ্ছেন না। লোনপুর গ্রামসভার দেবকালী ব্লকের এই ঘটনায় প্রতিবাদ করেন গ্রামের মহিলারা। রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। গত তিন মাস ধরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ। শিবজি পাণ্ডে নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ। করোনার সময় থেকে উত্তর প্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকার পৃথকভাবে দুঃস্থদের নিখরচায় রেশন দিচ্ছে। আগামী ১ বছরের জন্যও কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু সরকার রেশন দিলেও রেশন ডিলারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

অভিযোগ, শিবজি পাণ্ডে এলাকাবাসীর কাছ থেকে গত তিন চার মাস ধরে আঙুলের ছাপ নিচ্ছেন। কিন্তু রেশন দিচ্ছেন না। প্রতিবারই বলেন, পরের মাসে দেবেন। এদিকে একটা করে মাস কেটে যাচ্ছে। এ মাসে উপভোক্তারা গেলে, আবারও আঙুলের ছাপ নিয়ে নেন রেশন ডিলার। বলেন, আপাতত এক মাসের রেশন দেবেন। এতেই খেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখানোর পর জেলা প্রশাসনের দফতরে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।

অভিযোগ, প্রথমে গাজিপুর জেলা আধিকারিকদের কেউ ওই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চাননি।মহিলারা স্মারকলিপি দিতে চাইলে তা নেওয়ার জন্যও এগিয়ে আসেননি কেউ। তবে বিক্ষোভের খবর পান ডিভিশনাল অফিসার, সাপ্লাই ইন্সপেক্টর অমিত যাদব। এরপর তিনি ঘটনাস্থলে যান। অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন। সূত্রের, দু’ একদিনের মধ্যে তদন্ত করে সমস্ত অভিযোগ দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইলেও অন্য জায়গায় দুর্নীতি বাসা বাঁধছে। তাঁদের দাবি, প্রশাসনিক নজরদারি বাড়ানো হোক।

 

Next Article