Fake Note in India: নোট বাতিলের পর সন্ত্রাসবাদে রাশ টানতে সফল হয়েছে সরকার, দাবি কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 02, 2022 | 2:18 PM

Fake Note in India: ২০১৬-তে বাতিল করা হয়েছিল, ৫০০ ও ১০০০ টাকার নোট। জাল নোটের বাড়বাড়ন্ত বন্ধ করাই ছিল অন্যতম উদ্দেশ্য। সেই বিষয়েই এ দিন ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Fake Note in India: নোট বাতিলের পর সন্ত্রাসবাদে রাশ টানতে সফল হয়েছে সরকার, দাবি কেন্দ্রের
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার সব নোট। কালো টাকা আর সন্ত্রাসবাদের ওপর রাশ টানতেই এই পদক্ষেপ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালের সেই ঘোষণার পর প্রায় ৬ বছর কেটে গিয়েছে। কিন্তু নোটবন্দির সাফল্য কতটা পেল সরকার?  নোটবন্দির পরও কী ভাবে এত নকল নোট তৈরি হচ্ছে? বুধবার সেই প্রশ্নই উঠে আসে সংসদে। তবে কেন্দ্রের তরফ থেকে সাফ জানানো হয়েছে, নকল নোট তৈরির প্রক্রিয়া বন্ধ না করা গেলেও নকল নোটের আর কালো টাকা প্রভাবে সন্ত্রাসবাদের যে বাড়বাড়ন্ত চলছিল, তাতে রাশ টানা সম্ভব হয়েছে। বুধবার সাংসদদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

নোটবন্দির পরও কেন নকল নোটের বাড়বাড়ন্ত?

বাজেট পেশ হওয়ার পরের দিন, বুধবার সংসদে এই বিষয়ে প্রশ্ন তোলেন একাধিক সাংসদ। উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ সুখরাম সিং বলেন, ‘যত নোট বাতিল হল তার থেকে বেশি নকল নোট বাজারে এসে গিয়েছে।’ তাঁর দাবি, জাল নোটের বাড়বাড়ন্ত বন্ধ করা যায়নি। ডিজিটাল নোট চালু হলে কোনও লাভ হবে কি না, সেই প্রশ্নও করেন তিনি।

এই প্রসঙ্গেই কংগ্রেস সাংসদ শক্তিসিং গোহিল দাবি করেন, ২০১৯-এর পর থেকে প্রচুর ২০০০ টাকার জাল নোট ধরা পড়েছে। ক্রমশ বেড়ে যাচ্ছে সেই সব নোটের বাড়বাড়ন্ত। মহারাষ্ট্রের শিব সেনা সাংসদ অনিল দেশাই এ দিন মনে করিয়ে দেন, ২০০০ টাকার নতুন নোট বাজারে আনার সময় বলা হয়েছিল, এই নোট নকল করা সম্ভব নয়। কিন্তু তারপরও নোট নকল হতে দেখা যাচ্ছে, সরকার এ ক্ষেত্রে কী পদক্ষেপ করছে, তা জানতে চান তিনি।

কালো টাকা উদ্ধারে বড় সাফল্য, সন্ত্রাসে রাশ টেনেছে নোটবন্দি

এ দিন সাংসদদের প্রশ্নের উত্তরে, স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, শুধু জাল নোট তৈরি বন্ধ করাই নোটবন্দির একমাত্র উদ্দেশ্য ছিল না।

তিনি জানান, নোটবন্দির পর দেশে উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা। ব্যাপক সাফল্য পেয়েছে সরকার। তিনি আরও জানান, সেই কালো টাকার প্রভাবেই সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত চলছিল দেশে। নোটবন্দির পর তাতে অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে বলে জানান তিনি। মন্ত্রীর কথায়, জাল নোট শুধু অর্থনীতিতেই প্রভাব ফেলে না। সন্ত্রাসবাদেও ইন্ধন জোগায়।

পাশাপাশি, তিনি দাবি করেন, সন্ত্রাসবাদ ডিজিটাল নোট বাজারে এলে জাল নোটের কারবারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। সেই সঙ্গে তিনি এও জানান, জাল নোট বন্ধ করতে সরকার একাধিক পদক্ষেপ করেছে। ব্যাঙ্কগুলিকেও এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : Narendra Modi on Budget 2022: সাত বছরে দ্বিগুণ জিডিপি, রফতানিও দ্বিগুণ, বাজেট ব্যাখ্যায় বললেন মোদী

Next Article