Manipur Video: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্ত করবে সিবিআই: সূত্র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 27, 2023 | 8:04 PM

Manipur Video: যে মোবাইল ফোন থেকে ন্যক্কারজনক ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই মোবাইলটি ইতিমধ্যে মণিপুর পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে ভিডিয়োটি করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

Manipur Video: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্ত করবে সিবিআই: সূত্র
মণিপুরের ন্যক্কারজনক ভিডিয়োর ঘটনার তদন্তভার নেবে সিবিআই।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: মণিপুরে (Manipur) দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় দোষীরা ছাড় পাবে না বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভিডিয়োটি প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে মণিপুর পুলিশ। কিন্তু, ঘটনাটি নিয়ে এখনও সরব বিরোধীরা। প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদ। এই পরিস্থিতিতে এবার এই ঘটনার তদন্তভার CBI-এর হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ANI সূত্র এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অন্য কোনও রাজ্যের আদালতে করা হবে বলেও সূত্রের খবর।

এএনআই সূত্রে জানা গিয়েছে, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনার তদন্তভার শীঘ্রই সিবিআইয়ের হাতে তুলে দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়া প্রতিবেশী রাজ্য অসমের আদালতে এই মামলার তদন্ত প্রক্রিয়া চালাতে চায় সরকার। এর জন্য এভিডেভিট করে পড়শি রাজ্যে আবেদন জানানো হবে বলেও সূত্রের খবর। অন্যদিকে, যে মোবাইল ফোন থেকে ন্যক্কারজনক ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই মোবাইলটি ইতিমধ্যে মণিপুর পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে ভিডিয়োটি করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মণিপুরের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকেরা মেইতি ও কুকি সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গিয়েছে। দুই সম্প্রদায়কে আলোচনার টেবিলে বসানোই এখন স্বরাষ্ট্রমন্ত্রকের লক্ষ্য। শীঘ্রই দুই সম্প্রদায় আলোচনায় বসবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং মণিপুরের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন। এখনও মণিপুরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। সেনাকর্মী, আধাসেনা মিলিয়ে ৩৫ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে গোটা দেশ। নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুরও। ঘটনাটি নিয়ে বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষ। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানাচ্ছেন বিরোধীরা। যদিও ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। তারপর দু-দিনের মধ্যে গ্রেফতার হয় ৫ জন। দোষীরা কঠোরতম শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।

Next Article