নয়া দিল্লি: দীর্ঘ টানাপোড়েন, চাপানউতোর শেষে বাংলাদেশে তৈরি হয়ে গেল অন্তবর্তী সরকার। মুখ নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। তিনি ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন আরও ১৬ জন খ্যাতনামা ব্যক্তিত্ব। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নেতাও। এদিন বাংলাদেশের সময় রাত ৯টায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন ইউনুস। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে করেছেন পোস্ট।
সেখানেই মোদী লিখছেন, ‘প্রফেসর মহম্মদ ইউনুসকে তাঁর নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার তরফে শুভেচ্ছা রইল। দ্রুত সে দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আশা করি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণে ভারত-বাংলাদেশের একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রসঙ্গত, বাংলাদেশের শীর্ষ আদালতের রায়ের পর কিছুটা কমেছিল কোটা সংস্কার আন্দোলনের ঝাঁঝ। তবে রাজপথ ছাড়েননি ছাত্রর। এরইমধ্যে গত সোমবার ফের নতুন মাত্রায় শুরু হয়ে যায় ছাত্র আন্দোলন। তীব্রতা এতটাই বেড়ে যায় একেবারে সে দেশের গণভবন দখল করে নেয় আন্দোলনকারীরা। দেশ ছাড়েন হাসি না। চলে আসেন ভারতে। ক্ষমতা নিজেদের হাতে নেয় সেনা। তারপর থেকেই অন্তবর্তী সরকার কবে তৈরি হবে তা নিয়ে চলছিল চাপানউতোর। অবশেষে বুধবারই সেন প্রধান জানান বৃহস্পতিবারই শপথ নিতে চলেছে নতুন অন্তবর্তী সরকার।
My best wishes to Professor Muhammad Yunus on the assumption of his new responsibilities. We hope for an early return to normalcy, ensuring the safety and protection of Hindus and all other minority communities. India remains committed to working with Bangladesh to fulfill the…
— Narendra Modi (@narendramodi) August 8, 2024