Driver rams truck into hotel: খাবার দিতে অস্বীকার করায় ‘তাণ্ডব’ ট্রাকচালকের, দেখুন ভিডিয়ো

Driver rams truck into hotel: জানা গিয়েছে, ট্রাক নিয়ে সোলাপুর থেকে পুণে আসছিলেন ধৃত ব্যক্তি। শুক্রবার রাতে হিঙ্গনগাঁওয়ে ওই হোটেলের সামনে ট্রাক দাঁড় করান তিনি। হোটেলে ঢুকে খাবার চান। কিন্তু, তাঁকে খাবার দিতে অস্বীকার করেন হোটেল মালিক। তাতেই রেগে যান ট্রাকচালক।

Driver rams truck into hotel: খাবার দিতে অস্বীকার করায় 'তাণ্ডব' ট্রাকচালকের, দেখুন ভিডিয়ো
মদ্যপ ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ
Follow Us:
| Updated on: Sep 07, 2024 | 3:05 PM

পুণে: হোটেলে ঢুকে খাবার চেয়েছিলেন। কিন্তু, মদ্যপ ট্রাকচালককে ফিরিয়ে দেন হোটেল মালিক। তাতেই অগ্নিশর্মা হয়ে উঠলেন ট্রাকচালক। ট্রাক দিয়ে হোটেলে ধাক্কা মারলেন। সামনে রাখা একটি গাড়িতে ধাক্কা মারলেন। শেষপর্যন্ত পুলিশ এসে গ্রেফতার করায় স্বস্তির শ্বাস ফেলেন হোটেলের কর্মচারীরা। ঘটনাটি পুণের। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ট্রাক নিয়ে সোলাপুর থেকে পুণে আসছিলেন ধৃত ব্যক্তি। শুক্রবার রাতে হিঙ্গনগাঁওয়ে ওই হোটেলের সামনে ট্রাক দাঁড় করান তিনি। হোটেলে ঢুকে খাবার চান। কিন্তু, তাঁকে খাবার দিতে অস্বীকার করেন হোটেল মালিক। তাতেই রেগে যান ট্রাকচালক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাক নিয়ে হোটেলের সামনে ধাক্কা মারলেন চালক। পাশের একটি গাড়িতে গিয়েও ধাক্কা মারেন। কয়েকজন যুবককে দেখা যায়, পাথর ছুড়ে চালককে আটকানোর চেষ্টা করছেন। হোটেলের মধ্যে তখন কর্মীরা এক জায়গায় জড়ো হয়েছেন। কেউ কেউ মোবাইলে পুরো ঘটনাটি ভিডিয়ো করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মদ্যপ ওই ট্রাকচালককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)