নয়া দিল্লি: সোমবার (২৫ ডিসেম্বর), ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের বহু বিশিষ্ট মানুষকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সমাজে দিকনির্দেশ দেওয়া এবং সেবার বোধ তৈরির পিছনে খ্রিষ্টান সম্প্রদায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি আরও জানান, খ্রিস্টানদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত পুরানো। তিনি জানান, দরিদ্র এবং বঞ্চিতদের সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা নিয়েছে খ্রিষ্টানরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে যেমন ছিলেন খ্রিষ্টান ধর্মের বহু নেতা, তেমন ছিলেন শিল্প, ক্রীড়া, শিক্ষা, অভিনয় জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী সঙ্গে প্রথমবার, ক্রিসমাস পালন করে উচ্ছ্বসিত তাঁরা।
কার্ডিনাল অসওয়াল্ড গ্রেসিয়াস বলেছেন, “প্রধানমন্ত্রী যেভাবে বিদেশে ভারতকে যেভাবে তুলে ধরছেন, তার ফল পাচ্ছে সকল ভারতীয়। এটা আমাদের দেশে অনেক বড় তফাৎ গড়ে দেবে। এর ফলে আমাদের দেশ, গোটা বিশ্বের নেতৃস্থানীয় জায়গায় পৌঁছে যেতে পারে।” আর্চবিশপ অনিল কুটো বলেন, “সবকা সাথ সবকা বিকাশ, আমাদের প্রধানমন্ত্রীর দুর্দান্ত দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক স্তরে তিনি দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন এবং গোটা বিশ্বের তাবড় নেতারা একে স্বীকৃতি দিয়েছেন।” বিশপ সাইমন জন বলেছেন, “প্রথমবার কোনও প্রধানমন্ত্রী আমাদের খ্রিষ্টান সম্প্রদায়কে এইভাবে ডেকে পাঠালেন। কাজেই, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।” একই সুরে বিশপ পল স্বরুপ বলেছেন, “প্রথমবার ক্রিসমাসে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমরা তাঁর বাসভবনে এসেছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়।”
শিল্প জগতও প্রদানমন্ত্রীর এদিনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মুথুট গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর, জর্জ এম জর্জ বলেছেন, “আমার মতে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অনেক পরিবর্তন এনেছেন, যা শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদেরই নয়, সকল সম্প্রদায়কে খুশি করেছে। এগুলি আমাদের উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে।” জোয়ালুক্কাস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর, আলুক্কাস ভার্গিস জয় বলেছেন, আমি তো চমকে গিয়েছি। উনি খুবই সরল ব্যক্তি। খুব সহদভাবে মিশতে পারেন। উনি তো কোনও সাধারণ মানুষ নন। সবসময় কাজ করে চলেছেন।” কিউএস কর্পোরেটের রিজিওনাল ডিরেক্টর অশ্বিন ফার্নান্ডেজ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব গোটা বিশ্বে ভারত নিয়ে আগ্রহ তৈরি করেছে।” অ্যাপোলো ২৪x৭-এর সিইও, অ্যান্টনি জেকবস বলেছেন, প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত ভাল মানুষ। তিনি অত্যন্ত দয়ালু। তিনি নিজেই আমাদের ডেকে পাঠিয়েছিলেন। যে ৮০-৯০ জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকেই তাঁর সঙ্গে কিছু না কিছু কথা বলার সুযোগ পেয়েছএন।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে, তাঁর বাড়িতে আয়োজিত ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, বাহারইনের বাসিন্দা ভার্গিস কুরিয়ানয তিনি বলেছেন, “বিদেশে আমাদের ভারতের দুর্দান্ত ভাবমূর্তি তৈরি করেছেন প্রধানমন্ত্রী। অ্যাথলিট অঞ্জু ববি জর্জ বলেছেন, “যেভাবে প্রত্যেক প্রতিযোগিতার পর, প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের ডেকে তাদের সাফল্য উদযাপন করেন এবং তাদের সমর্থন করেন, তা ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত বড় বিষয়।” প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনেকক্ষণ কৎা বলতে দেখা যায় অভিনেতা ডিনো মোরেয়াকে। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী দেশের জন্য যা করছেন, তার কোনও তুলনা হয় না। দেশের মানুষ খুশি থাকলেই, দেশ এগিয়ে যাবে।” ভ্যাটিকানের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কেভিন জে কিমতিস বলেছেন, “সকল ভারতীয়র জন্য জীবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী।” সেন্ট স্টিফেন্স কলেজের প্রিন্সিপাল জন ভার্গিস বলেছেন, “বেঞ্চমার্ককে ক্রমাগত উপরে তুলছেন প্রধানমন্ত্রী মোদী। এটা শুধু আমাদের ইনস্টিটিউট বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য ভাল,তা নয়। গোটা দেশের জন্য়ই ভাল। আর ভারতের জয় মানে, গোটা বিশ্বের জয়।”