দেশের কতজন সাংসদের বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা, সামনে এল সেই তথ্য। বর্তমানে সংসদে বিভিন্ন দলের মোট ৭৬৩ জন সাংসদ রয়েছেন। অ্য়াসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর রিপোর্টে উঠে এসেছে, সেই সব সাংসদদের মধ্যে কতজন অভিযুক্ত। গত লোকসভা নির্বাচনে তাঁরা যে তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলেন, তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই তথ্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
সমীক্ষা করে দেখা গিয়েছে ৩০৬ জন সাংসদ তাঁদের বিরুদ্ধে থাকা অপরাধের মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ১৯৪ জন অর্থাৎ ২৫ শতাংশের বিরুদ্ধে রয়েছে কোনও না কোনও গুরুতর অপরাধের মামলা। খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই তালিকায় রাজ্যের নিরিখে সবার ওপরে আছে কেরল। সে রাজ্যের ৭৩ শতাংশ সাংসদই এই তালিকাভুক্ত। এরপরই যথাক্রমে রয়েছে বিহার, মহারাষ্ট্র ও তেলঙ্গানা। তবে গুরুতর মামলার ক্ষেত্রে বিহার সবার ওপরে। নাম রয়েছে সে রাজ্যের ৫০ শতাংশ সাংসদের। এরপর স্থান হয়েছে তেলঙ্গানা, কেরল, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের।
এবার দেখা যাক রাজনৈতিক দলের নিরিখে, কার অবস্থান ঠিক কোথায়। সংসদের দুই কক্ষ মিলিয়ে বিজেপির ৩৮৫ জন সাংসদের মধ্যে ১৩৯ জন এই তালিকাভুক্ত। কংগ্রেসের ৮১ জন সাংসদের মধ্যে ৪৩ জন, তৃণমূলের ৩৬ জন সাংসদের মধ্যে ১৪ জন, আরজেডি-র ৬ জনের মধ্যে ৫ জন, সিপিএম-এর ৮ জনের মধ্যে ৬ জন, আপ-এর ১১ জনের মধ্যে ৩ জন, এনসিপি-র ৮ জনের মধ্যে ৩ জন এই তালিকাভুক্ত।
উল্লেখ্য, হলফনামা অনুযায়ী, ৩২ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার মামলা, ২১ জন সাংসদের বিরুদ্ধে মহিলাদের নির্যাতন সংক্রান্ত মামলা, এমনকী ৪ জন সাংসদের নাম রয়েছে ধর্ষণের মামলাতেও।