INDIA Bloc Meeting: ‘গরহাজির’ অভিষেক, ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকেই চূড়ান্ত হবে আসন ভাগাভাগি?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 13, 2023 | 11:06 AM

Lok Sabha Election 2024: আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা জানান, সাধারণ মানুষের কাছে পৌঁছনো, যৌথভাবে নির্বাচনী প্রচার চালানো, বিভিন্ন রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মতো বিষয় নিয়ে আলোচনা করা হবে সমন্বয় কমিটির বৈঠকে। তিনি বলেন, "ইন্ডিয়ার সদস্য় প্রত্যেকটি দলকেই তিনটি বিষয় ত্যাগ করতে হবে জোটকে সফল করার জন্য। এগুলি হল-উচ্চাকাক্ষ্মা, মতভেদ ও মন কষাকষি।"

INDIA Bloc Meeting: গরহাজির অভিষেক, ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকেই চূড়ান্ত হবে আসন ভাগাভাগি?
একমঞ্চে ইন্ডিয়া জোট। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে  বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। আজ, বুধবার ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় কমিটির বৈঠক(Co-Ordination Committee)। দিল্লিতে এনসিপি নেতা শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে আজ বিকেলে বসবে এই বৈঠক। সূত্রের খবর, মূলত আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে ১৪ সদস্যের বৈঠকে। বিজেপি প্রার্থী ঘোষণার আগেই ইন্ডিয়া জোটে থাকা দলগুলি প্রার্থী চূড়ান্ত করে ফেলতে চায়। তার জন্যই একাধিক বিরোধী দল আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফেলতে চায়। তবে নিজেদের স্বার্থ ত্যাগ করে কোন দল কতটা সমঝোতা করে, তাই-ই দেখার।

জোটের সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি নির্বাচনগুলিতে কোন দল কেমন ফলাফল করেছে, তা পর্যালোচনা করে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা নেওয়া হবে। তবে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে বিষয়ে জানা যায়নি। লোকসভা নির্বাচনে বিজেপি কী প্রচারাভিযান চালাচ্ছে, তার উপরও নজর দেবেন ইন্ডিয়া জোটের সদস্যরা।

সূত্রের খবর, প্রতিটি লোকসভা আসনে বিরোধী দলগুলির মধ্য়ে সবথেকে ‘হেভিওয়েট’ প্রার্থী যে দলে থাকবে, তাঁকেই সেই আসনে প্রার্থী করা হবে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও বিহারে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও, দিল্লি, পঞ্জাব ও পশ্চিমবঙ্গ নিয়েই বেশি চিন্তিত ইন্ডিয়া জোট। কারণ এই রাজ্যগুলিতে বিরোধী দলগুলির নিজেদের মধ্যেই তুমুল লড়াই।

এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রচার কমিটির বৈঠক হয়। ওই প্রচার কমিটিতে প্রস্তাব দেওয়া হয়, পটনা, নাগপুর, চেন্নাই, গুয়াহাটি ও দিল্লিতে যৌথ কর্মসূচি নেওয়া হোক। সমাবেশ করা হোক লখনউ, ভোপাল ও জয়পুরে। আজকের বৈঠকে প্রচার কমিটির প্রস্তাবিত র‌্যালি ও কর্মসূচির বিষয় আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কোন বিষয়ের উপরে প্রচার হবে সেই ইস্যুও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে।

ইন্ডিয়া জোটের ভিশন ডকুমেন্টে কী থাকবে, তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বৈঠকে। আগামী ২ অক্টোবর দিল্লিতে ইন্ডিয়া জোটের অবস্থান কর্মসূচিতে প্রকাশ হওয়ার কথা এই বিশন ডকুমেন্টে।

গতকালই, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা জানান, সাধারণ মানুষের কাছে পৌঁছনো, যৌথভাবে নির্বাচনী প্রচার চালানো, বিভিন্ন রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মতো বিষয় নিয়ে আলোচনা করা হবে সমন্বয় কমিটির বৈঠকে। তিনি বলেন, “ইন্ডিয়ার সদস্য় প্রত্যেকটি দলকেই তিনটি বিষয় ত্যাগ করতে হবে জোটকে সফল করার জন্য। এগুলি হল-উচ্চাকাক্ষ্মা, মতভেদ ও মন কষাকষি।”

ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির ১৪ জন সদস্য হলেন কেসি বেণুগোপাল (কংগ্রেস), টিআর বালু (ডিএমকে), হেমন্ত সোরেন (জেএমএম), সঞ্জয় রাউত (শিব সেনা-ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), রাঘব চাড্ডা (আম আদমি পার্টি), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), ললন সিং (জেডিইউ), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (ন্যাশনাল কনফারেন্স পার্টি). মেহবুবা মুফতি (পিডিপি), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস) ও সিপিআইএমের একজন সদস্য।

এদিকে, আজই নিয়োগ দুর্নীতি মামলায় জেরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে পারবেন না। অভিষেকের বদলে তৃণমূলের তরফে অন্য কোনও সদস্যকে পাঠানো হবে না বলেই জানা গিয়েছে। 

অন্যদিকে, সিপিআইএমের তরফে এখনও কোনও সদস্য়ের নাম পাঠানো হয়নি। আজকের বৈঠকে সিপিআইএমও অনুপস্থিত থাকবে। আগামী ১৬-১৭ সেপ্টেম্বর পলিটব্যুরোর বৈঠক রয়েছে। সেই বৈঠকে ইন্ডিয়া জোটে দলের প্রতিনিধি কারা হবেন, তা ঠিক করা হবে।

Next Article