AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Coach Price: ট্রেনের এক একটি কোচের দাম ঠিক কত কোটি টাকা জানেন?

Train Coach Price: আদতে কোচের নকশা, এতে থাকা সুযোগ-সুবিধা এবং উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে দাম। যদি স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তাহলে এর দাম বাড়তে পারে।

Train Coach Price: ট্রেনের এক একটি কোচের দাম ঠিক কত কোটি টাকা জানেন?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jul 29, 2025 | 4:17 PM
Share

নয়া দিল্লি: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন প্রায় ১৮ হাজার ট্রেন চলাচল করে দেশের বিভিন্ন রুটে। প্রতিদিন প্রায় ৪ কোটি যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। ট্রেনে যাত্রী বহনের জন্য কোচ তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে জেনারেল, স্লিপার এবং এসি, তিন ধরণের কোচ। তবে অনেকেই জানেন না যে একটি ট্রেনের কোচ তৈরি করতে কত খরচ হয়?

একটি ট্রেনের এসি কোচের দাম কত?

জানা যায়, রেলের মোট তিন ধরণের কোচ ব্যবহার হয়। এই সমস্ত কোচের দাম তাদের ধরণের উপর নির্ভর করে। মোটামুটিভাবে, একটি ট্রেনের এসি কোচ তৈরি করতে প্রায় ২.৮ থেকে ৩ কোটি টাকা খরচ হয়। স্লিপার কোচ তৈরি করতে খরচ হয় ১.২৫ কোটি টাকা।

এছাড়া বন্দে ভারত ট্রেনের কোচ তৈরি করতে প্রায় ১ কোটি টাকা লাগে। সে ক্ষেত্রে পুরো ট্রেনের দাম পড়ে প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা। আদতে কোচের নকশা, এতে থাকা সুযোগ-সুবিধা এবং উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে দাম। যদি স্টেনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তাহলে এর দাম বাড়তে পারে। একইসঙ্গে, যদি জৈব-টয়লেটের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে খরচ বেশি হতে পারে।