নয়া দিল্লি: নানা টালবাহানার পর অবশেষে ফলপ্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের (JEE Main)। গতকাল ফলপ্রকাশের কথা থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ফল বেরোয়নি। কিন্তু একদিন পরে অবশেষে ফল বেরল জয়েন্ট এন্ট্রান্সের। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট ntaresults.nic.in এর মাধ্যমে জানা যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। ওয়েবসাইটে গিয়ে অ্যাপলিকেশন নম্বর, জন্মতারিখ ও সিকিউরিটি পিন দিলেই জানা যাচ্ছে ফল।
করোনা সংক্রমণের কারণে গত বছর পরীক্ষা বন্ধ থাকলেও ২০২০ সালের ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল পরীক্ষাসূচি প্রকাশ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রথম পরীক্ষা হয়েছিল। ২২ লক্ষ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও প্রথম ধাপের পরীক্ষা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় ৬.০৫ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। বাকি পরীক্ষার্থীরা মার্চ, এপ্রিল ও মে মাসের পরীক্ষায় বসবেন।
ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। দেশের মধ্যে ৬ জন ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে সর্বোচ্চ নম্বর ৯৯.৯৯ শতাংশ পেয়েছে আদ্যক্ষ পাত্র। ফেব্রুয়ারি মাসে হওয়া পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ৫২ হাজার জন। দেশ তো বটেই মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর সহ মোট ৩৩১ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
আরও পড়ুন: JEE Main Result: দিন ঘোষণা হয়েও ফল প্রকাশ হল না জয়েন্ট এন্ট্রাসের