JEE Main Result: দিন ঘোষণা হয়েও ফল প্রকাশ হল না জয়েন্ট এন্ট্রাসের

বারাবার ওয়েবসাটে ফল (JEE Main Result) দেখতে গিয়েও অসফল হয়ে ফিরে আসতে হল পড়ুয়াদের।

JEE Main Result: দিন ঘোষণা হয়েও ফল প্রকাশ হল না জয়েন্ট এন্ট্রাসের
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Mar 07, 2021 | 8:22 PM

নয়া দিল্লি: বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে জানানো হয়েছিল ৭ মার্চ ফল প্রকাশ হবে জয়েন্ট এন্ট্রান্সের। কিন্তু ৭ মার্চ সন্ধেয় পেরিয়ে রাত হয়ে গেলেও ফল প্রকাশ হল না জয়েন্টের। ধৈর্য, চিন্তা নিয়ে বসে ফল হাতে না পেয়ে পড়ুয়াদের ক্ষোভ আছড়ে পড়ল নেট দুনিয়ায়।

করোনা সংক্রমণের কারণে গত বছর পরীক্ষা বন্ধ থাকলেও ২০২০ সালের ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখরিয়াল পরীক্ষাসূচি প্রকাশ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রথম পরীক্ষা হয়েছিল। ২২ লাখ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও প্রথম ধাপের পরীক্ষা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় ৬.০৫ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। বাকি পরীক্ষার্থীরা মার্চ, এপ্রিল ও মে মাসের পরীক্ষায় বসবেন। যারা পরীক্ষা দিয়েছেন তাঁদের ফল প্রকাশের কথা ছিল এ দিন।

কিন্তু বারাবার ওয়েবসাটে গিয়েও অসফল হয়ে ফিরে আসতে হল পড়ুয়াদের। নেট দুনিয়ায় কেউ কেউ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন শীঘ্র ফল প্রকাশের জন্য। কেউ আবার লিখেছেন, “ভোর রাত থেকে বসে আছি স্যার দয়া করে দ্রুত ফল প্রকাশ করুন।”

আরও পড়ুন: অসমে বিজেপি জোটের বিরুদ্ধে প্রার্থী দিতে পারেন নীতীশ, লড়াইয়ে তেজস্বীও