কাপুরথানা (পঞ্জাব): দীর্ঘ কয়েক বছর হয়ে গিয়েছে ওদের বিয়ের। তবে সাংসারিক অশান্তি যেন থামে না ওদের। দু’জনই একে অপরকে সন্দেহ করত দীর্ঘদিন ধরে এমনটাই অভিযোগ। তবে তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর কেউ হয়ত ঠাউর করতে পারেননি। সন্দেহর বশে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁকে মেরে বিদেশ উড়ে যাচ্ছিলেন অভিযুক্ত। তবে দিল্লি বিমানবন্দরে পঞ্চাব পুলিশের গ্রেফতার করল তাঁকে।
সূত্রের খবর, মৃতের নাম হরপ্রীত কৌউর। ২০০৭ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় সুখদেব সিংয়ের। তাঁরা পঞ্জাবের কাপুরথালা জেলার সান্ধু ছাটা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, সুখদেব ইতালিতে থাকতেন। সম্প্রতি, হরপ্রীতও সেখানে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে শীঘ্রই দেশে ফিরে আসেন তিনি। স্ত্রী ফিরে আসার পরপরই দেশে ফেরেন সুখদেব। এরপর উভয়ের মধ্যে কোনও বিষয়ে কথাকাটাকাটি হয়। অভিযোগ,গত ৩১ অক্টোবর হরপ্রীতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন তাঁর স্বামী। ঘরের মেঝেতেই লুটিয়ে পড়েন মহিলা। রক্তে ভেসে যায় ঘর।
স্ত্রীকে খুনের পর অভিযুক্ত রওনা দেন ইতালির উদ্দেশ্যে। সেই মোতাবেক পঞ্জাব থেকে পৌঁছন দিল্লি বিমানবন্দরে। তবে খুনের বিষয় ততক্ষণে পৌঁছে গিয়েছে পুলিশের কাছে। এরপর পঞ্জাব পুলিশের এসএসপি ভৎসলা গুপ্তা সিং বিমানবন্দর থেকেই গ্রেফতার করে অভিযুক্ত স্বামীকে। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ।