নয়া দিল্লি: ফের এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সেই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে যদি শ্বশুর বাড়িতে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে প্রাথমিক ভাবে সেই দায় গিয়ে পড়বে স্বামীর কাঁধেই। যদি আত্মীয়রাও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্থা করে থাকেন, তাহলেও দায়ী হবেন স্বামী।
অভিযুক্ত ব্যক্তি তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্ত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের ১ বছর পরে ২০১৮ সালে তাঁর তৃতীয় পক্ষের সন্তান হয়। পছন্দমতো পণ না পাওয়ায় স্বামী ও শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা শারীরিক হেনস্থা করেছেন, এমনই অভিযোগ করেছিলেন অভিযুক্তর তৃতীয় পক্ষের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই আগাম জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত স্বামী। সেখানে অভিযুক্তকে প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ প্রশ্ন করেন, “আপনি কী ধরনের মানুষের? আপনার স্ত্রীর অভিযোগ আপনি গর্ভপাতের জন্য তাঁকে চাপ দিয়েছেন। আপনি নিজের স্ত্রীকে ক্রিকেট ব্যাট দিয়ে মেরেছেন!”
তখন অভিযুক্তর আইনজীবী কুশাগ্র মহাজন জানান, স্ত্রীকে ব্যাট দিয়ে তাঁর স্বামী নয় আঘাত করেছেন শ্বশুর। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাল্টা উত্তর, “এটা কোনও বিষয় নয় যে স্বামী মেরেছে না কি শ্বশুর। যদি অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে প্রথমে দায়ভার বর্তাবে স্বামীর উপরই।” এর আগে হাইকোর্টেও এই মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তখন হাইকোর্ট জানিয়েছিল, নির্যাতিতার শরীরে কমপক্ষে ১০টি আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত রয়েছে তাঁর যৌনাঙ্গেও। ১০ টি আঘাতের মধ্যে ৮টি আঘাত করা হয়েছে কোনও ভোতা অস্ত্র দিয়ে। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিযুক্ত স্বামী। সেখানেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
আরও পড়ুন: কোভ্যাক্সিন কি নিরাপদ? কতটা কার্যকরী? জানাল ল্যান্সেট