কোভ্যাক্সিন কি নিরাপদ? কতটা কার্যকরী? জানাল ল্যান্সেট

সুমন মহাপাত্র |

Mar 09, 2021 | 1:16 PM

কোভ্য়াক্সিন (Covaxin) নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছিল সারা দেশে।

কোভ্যাক্সিন কি নিরাপদ? কতটা কার্যকরী? জানাল ল্যান্সেট
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ক্লিনিক্যাল ট্রায়ালের সম্পূর্ণ ফলের আগেই দেশে অনুমোদন পেয়েছিল ভারত বায়োটেকের কোভ্য়াক্সিন (Covaxin)। যা নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছিল সারা দেশে। কিন্তু কেন্দ্র বারবার জানিয়েছিল দুই প্রতিষেধকই সমান নিরাপদ। এ বার কোভ্য়াক্সিনের নিরাপত্তা ও কার্যকরিতা সম্পর্কে জানাল ল্যান্সেট (Lancet)। এই জার্নালে কোভ্যাক্সিনের ফেজ-২ ট্রায়ালের তথ্য প্রকাশ হয়েছে।

যেখানে ল্যান্সেটের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। ল্যান্সেট সাফ জানিয়েছে, এই করোনা প্রতিষেধকের কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মেরিল্যান্ড আপার চেসাপাকে হেলথের সংক্রামক রোগের প্রধান ফাহিম ইউনিস টুইট করে লিখেছেন, “সুখবর, কোভ্যাক্সিনের দ্বিতীয় দফার ট্রায়ালের রেজাল্ট ল্যান্সেট প্রকাশ হয়েছে।”


তবে ল্যান্সেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনই কোভ্য়াক্সিনের কার্যকরিতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। কারণ ফেজ-৩ ট্রায়াল হওয়ার আগে ভ্যাকসিনের কার্যকরিতা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। দেশে কোভ্যাকসিন ও কোভিশিল্ডের করোনা টিকাকরণ চলছে। ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভ্যাক্সিন। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ভারতে তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট।

দুই টিকার মাধ্যমে দেশে টিকাকরণ চলছে জোর কদমে। তবে এখনও নিজের পছন্দমতো টিকা নেওয়ার নিয়ম নেই ভারতীয়দের। বিভিন্ন মহলে কোভ্যাক্সিনের নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রশ্নে ইতি টানতে খোদ প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়েছিলেন। তারপর ল্যান্সেট জার্নালে প্রকাশিত এই তথ্য নিঃসন্দেহে কোভ্য়াক্সিনে ভীতি দূর করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ব্রিটিশ পার্লামেন্টে কৃষি আইন নিয়ে বিতর্ক, ‘একপেশে আলোচনা’ বলে কড়া বার্তা ভারতের

Next Article