High Court: ‘স্ত্রীর কাছে যৌন ইচ্ছা প্রকাশ না করতে পারলে, কোথায় যাবে স্বামী?’ পণের মামলায় প্রশ্ন হাইকোর্টের

Oct 13, 2024 | 2:41 PM

High Court: বিচারপতি অনীশ কুমার গুপ্তার বেঞ্চে চলছিল শুনানি। প্রাঞ্জল শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়েই দায়ের হয়েছে মামলা। পণের জন্য হেনস্থা করার যে অভিযোগ উঠেছে, তাতে প্রমাণ ও সাক্ষীদের বয়ানে মিল নেই বলে উল্লেখ করে আদালত।

High Court: স্ত্রীর কাছে যৌন ইচ্ছা প্রকাশ না করতে পারলে, কোথায় যাবে স্বামী? পণের মামলায় প্রশ্ন হাইকোর্টের
প্রতীকী ছবি

Follow Us

এলাহবাদ: পণ নিয়ে মামলা। শুনানি শুরু হওয়ার পর বোঝা গেল সমস্যা আসলে অন্য জায়গায়। পুরো বিষয়টা সামনে আসার পর আদালত মামলা খারিজ করে দেয়। এলাহবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, দম্পতির মধ্যে হওয়া সমস্যার জেরেই এই মামলা।

এই মামলায় স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে। তাঁর কাছে পণের দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন স্ত্রী। এলাহবাদ হাইকোর্ট ওই মামলার পর্যবেক্ষণে বলে, দম্পতির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে সমস্যা রয়েছে। আদালতের বক্তব্য, একজন স্বামী যদি তাঁর স্ত্রীর কাছে নিজের যৌন ইচ্ছা প্রকাশ করতে না পারে, তাহলে কোথায় যাবে!

বিচারপতি অনীশ কুমার গুপ্তার বেঞ্চে চলছিল শুনানি। প্রাঞ্জল শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়েই দায়ের হয়েছে মামলা। পণের জন্য হেনস্থা করার যে অভিযোগ উঠেছে, তাতে প্রমাণ ও সাক্ষীদের বয়ানে মিল নেই বলে উল্লেখ করে আদালত। হাইকোর্টের বক্তব্য, আসল সমস্যা যৌন সম্পর্ক নিয়েই। পণ নিয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও উল্লেখ করে আদালত।

২০১৫ সালের ৭ ডিসেম্বর ওই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌন সম্পর্ক নিয়ে সমস্যার সূত্রপাত হয়। এরপর স্ত্রী পণ নিয়ে অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন। তাতে বলা হয় যে, বিয়ের আগে কোনও পণ চাওয়া হয়নি। অভিযোগে আরও বলা হয়, স্বামী মদ্যপান করে পর্নোগ্রাফি দেখেন, আর তারপর স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কে বাধ্য করেন। স্বামীর আইনজীবীও আদালতে উল্লেখ করেন, অভিযোগে মারধরের কথা বলা হলেও আসলে সমস্যা দাম্পত্য সম্পর্কে।

Next Article