Hyderabad: এক এক করে পোশাক ছিঁড়ে নিল মাতাল, হায়দরাবাদে মাঝরাস্তায় বিবস্ত্র যুবতী
Hyderabad woman stripped naked: এই ঘটনায় পেদ্দারামাইয়ার মাকেও গ্রেফতার করার দাবি উঠেছে। আরও যারা দাঁড়িয়ে ঘটনার ভিডিয়ো রেকর্ড করছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
হায়দরাবাদ: ব্যস্ত রাস্তার মধ্যে, এক এক করে এক মহিলার সকল পোশাক ছিঁড়ে ফেলে দিল এক ব্যক্তি। সকলে দাঁডিয়ে দেখল, কিন্তু এক মহিলা ছাড়া কেউ এগিয়ে এল না বাধা দিতে। সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ১৫ মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন ওই মহিলা। শেষে, স্থানীয় কয়েকজন একটি কম্বল নিয়ে এসে তাঁর লজ্জা নিবারণ করলেন। না, এটা হিংসাধ্বস্ত মণিপুর থেকে ভাইরাল হওয়া কোনও ভিডিয়ো নয়। এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে, রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ। এই ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম পেদ্দামারাইয়া। সে দিনমজুরের কাজ করে এবং নিয়মিত মদ্যপান করে। ঘটনার দিনও সে মদের নেশায় চূড় হয়ে রাস্তা বালাজি নগর বাস স্টপ এলাকা দিয়ে যাচ্ছিল। সঙ্গে তার মা-ও ছিলেন। ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এক ২৮ বছরের যুবতী। অভিযোগ, ভর সন্ধ্যায় তাঁকে উত্যক্ত করা শুরু করেছিল পেদ্দামারাইয়া। তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করে সে। মহিলা বাধা দেন। পেদ্দারামাইয়াকে ধাক্কা মেরে সরিয়ে, এগিয়ে গিয়েছিলেন। এতেই খেপে ওঠে মদ্যপ পেদ্দারামাইয়া। মহিলার উপর চড়াও হয় সে। মহিলার পরণের সব পোশাক ছিঁড়ে ফেলে দেয়। সেই সময় রাস্তায় অনেকেই উপস্থিত ছিলেন। ওই ঘটনা দেখে দাঁড়িয়ে যান পথচারীরা। অনেকে ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন, কিন্তু কেউই বাধা দিতে এগিয়ে আসেননি। নিজে মহিলা হয়েও, আরেক মহিলার এই চরম হেনস্থায় বাধা দেননি পেদ্দামারাইয়ার মা।
ঘটনার সিসিটিভি ক্যআমেরা ফুটেজে দেখা গিয়েছে, আরেক মহিলা একটি বাইক নিয়ে ওই এলাকায় আসেন। তিনি পেদ্দারামাইয়াকে বাধা দিতে গিয়েছিলেন। তাঁকেও আক্রমণ করার চেষ্টা করে পেদ্দারামাইয়া। প্রায় ১৫ মিনিট সেখানে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকেন নির্যাতিতা। এরপর মাকে নিয়ে সে ওই জায়গা থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর, স্থানীয় কিছু ব্যক্তি এগিয়ে এসে একটি কম্বল দিয়ে ওই যুবতীর লজ্জা নিবারণ করেন এবং পুলিশকে খবর দেন। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে এবং পেদ্দারমাইয়াকে গ্রেফতার করে। তবে, এই ঘটনায় পেদ্দারামাইয়ার মাকেও গ্রেফতার করার দাবি উঠেছে। আরও যারা দাঁড়িয়ে ঘটনার ভিডিয়ো রেকর্ড করছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।