নয়া দিল্লি: কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে ব্যাপক পরাজয়ের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব (Akhilesh Yadav) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে গিয়েও শেষমেশ দ্বিতীয়বার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী হওয়া আটকাতে পারেননি মুলায়ম-পুত্র। আরএলডি, এসবিএসপি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে অখিলেশের জোট হয়েছিল। এবার অখিলেশকে নিয়ে সুহেলদেভ ভারতীয় সমাজ পার্টি বা এসবিএসপি প্রধান ওম প্রকাশ রাজভরের মন্তব্যে নতুন করে লখনউয়ের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের বিধানসভা নির্বাচনে এসবিএসপি অখিলেশের জোটসঙ্গী ছিল। ওম প্রকাশের মতে অখিলেশ ‘এসি ঘরে অভ্যস্ত’ হয়ে গিয়েছেন। রবিবার দলেরই এক সভায় এই ওম প্রকাশের এই মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এসবিএসপি নেতা স্পষ্টতই জানিয়েছেন বিধানসভা নির্বাচনের সময় সপার সঙ্গে যে রাজনৈতিক জোট হয়েছিল, তা অটুট থাকবে। বিধানসভা নির্বাচনে অখিলেশের এই জোটসঙ্গী এই দল ৬ টি আসেন জিতেছিল।
অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী ওম প্রকাশ। নিজের পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন ‘মৃত্যু অবধি এই জোটেই থাকব’। এসবিএসপি প্রধান বলেন, “এই জোট থাকবে। ২০২৪ লোকসভা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করব।” ওম প্রকাশ যতই বলুন না কেন অখিলেশকে নিয়ে তাঁর করা মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর মতে, সমাজবাদী পার্টির কর্মীরা তাঁর কাছে এসে অভিযোগ জানিয়েছেন যে তাদের পার্টি প্রধান ‘শীততাপ নিয়ন্ত্রিত ঘরে’ বসে থাকে, সেই কারণে তারা তার সঙ্গে দেখা করতে পারেন না। সপা কর্মীদের তিনি প্রতিশ্রুতি দিয়েছে ‘অখিলেশে কী ভাবে না বেরিয়ে থাকবেন? আমি তাঁকে টেনে বের ঘর থেকে করব’
ওম প্রকাশ বলেন, “সপা নেতার তাদের প্রধান নেতাদের সঙ্গে দেখা করতে পারছে না কারণ তাঁকে ঘিরে প্রচুর মানুষ থাকে, তাই তাঁরা আমার কাছে এসেছিলেন। সপা অনেক বড় দল, তাই তাদের নেতার সংখ্যাও অনেক। আমি বলতে চাই বিএসপি ও কংগ্রেস নেতারা তাঁদের এসি রুমের বাইরে না বেরিয়ে এখন তাঁর ফল ভুগছে। আমরাও যদি একই কাজ করি, আমাদেরকেও ফল ভুগতে হবে।” উত্তর প্রদেশের রাজনীতিতে ওবিসি সম্প্রদায়ের মধ্যে এসবিএসপির প্রভাব রয়েছে।