নয়া দিল্লি: ভারতের করোনা (COVID-19) যুদ্ধে সহযোদ্ধা বায়ুসেনা। এপ্রিলের শেষ থেকেই করোনা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বায়ুসেনা। পালামের এয়ার বেস থেকেই করোনা যুদ্ধ পরিচালনা করছে সেনা। তার জন্য সেখানে গঠিত হয়েছে একটি ম্যানেজমেন্ট সেল। তারাই পরিচালনা করছে বিশাল এই কর্মকাণ্ড। বিদেশ তেকে যেসব সাহায্য আসছে তা দেশের কোণায় কোণায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বায়ুসেনা।
সারা দিন কাজ করছে এই ম্যানেজমেন্ট সেল। একটি সি-৩০ ও দু’টি এএন-৩২-র মাধ্যমে পরিচালিত হচ্ছে পালামের এই কর্মযজ্ঞ। বিমানে যন্ত্রপাতি তোলা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবটাই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাচ্ছে বায়ুসেনার বিমানে। আপদকালীন পরিস্থিতিতে কাজ করার মক ড্রিল আগেই হয়েছিল ২৯ এপ্রিল। তারপরেই দেশের একাধিক মন্ত্রকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বায়ুসেনা।
স্বাস্থ্যমন্ত্রক, হিন্দুস্তান ট্যাক্সেস লিমিটেড-সহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে বায়ুসেনা। কোথাও যাতে পরিষেবা ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বায়ুসেনা। ভারতের করোনা পরিস্থিতি সামাল দিতে পাশে এসে দাঁড়িয়েছে একের পর এক দেশ। গোটা বিশ্ব ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সব দেশ। এই পরিস্থিতিতে বিদেশি সাহায্য তথা করোনা নিরাময়ের ওষুধ-যন্ত্রাংশ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য পুরোদমে কাজ করছে বায়ুসেনা।
আরও পড়ুন: করোনার প্রাণদায়ী ওষুধ প্রয়োজন, তৎক্ষণাৎ কোন নম্বরে ফোন করবেন?