নয়া দিল্লি: ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। এই প্রেক্ষিতে আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা মুলতুবি করা হল। বুধবার কেন্দ্রীয় বোর্ডের তরফে জারি হল এমনই বিজ্ঞপ্তি।
আগামী ৪ মে থেকে আইসিএসই ও আইএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু দেশের করোনা পরিস্থিতির দিকে নজর রেখে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে এই পরীক্ষা হবে তা আলোচনাসাপেক্ষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে জানানো হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
পাশাপাশি আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য অপশন দেওয়া হবে। তাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মতো অফলাইন বা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে চান নাকি বিকল্প পদ্ধতি চান তা জানা হবে।
আগের ঘোষণা অনুযায়ী, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হওয়ার তারিখ ছিল ৫ মে। এবং শেষ পরীক্ষার তারিখ ৭ জুন। অন্যদিকে জুনের ১৬ তারিখ শেষ হত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে সিবিএসই-র রাস্তায় হেঁটে স্থগিত রাখা হল আইএসসি ও আইসিএসই বোর্ড পরীক্ষা।
আরও পড়ুন: করোনায় রাশ টানতে রাজ্যগুলিকে অঞ্চল ভিত্তিক কার্ফুর সুপারিশ কেন্দ্রের
এদিকে বৃহস্পতিবারই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ পার করে সর্বকালের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছিল। শুক্রবারও আক্রান্তের সংখ্যা আরও ১০ হাজার বৃদ্ধি পেয়ে নয়া রেকর্ড তৈরি হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনেই মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার ৯১৭-এ। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩।