AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় রাশ টানতে রাজ্যগুলিকে অঞ্চল ভিত্তিক কার্ফুর সুপারিশ কেন্দ্রের

মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এবং মেডিক্যাল অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রেও যাতে কোনও ধরনের প্রতিবন্ধকতা যাতে না হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

করোনায় রাশ টানতে রাজ্যগুলিকে অঞ্চল ভিত্তিক কার্ফুর সুপারিশ কেন্দ্রের
ছবি- টুইটার
| Updated on: Apr 16, 2021 | 5:33 PM
Share

কলকাতা: দেশজুড়ে করোনার পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে। শুক্রবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। যা সর্বকালের রেকর্ড। যদিও পরিস্থিতি যেমনই হোক না কেন পুনরায় সম্পূর্ণ লকডাউন করার পক্ষপাতী নয় কেন্দ্র বা রাজ্য সরকারগুলি। এই অবস্থায় এলাকা বেছে বেছে অঞ্চল ভিত্তিক কার্ফু জারি করার সুপারিশ দিয়ে রাজ্য সরকারগুলিকে এ দিন একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা একটি চিঠি দিয়ে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের জানিয়েছেন, কোনও একটি চিহ্নিত এলাকায় ভাইরাসের সংক্রমণ কমানোর প্রয়োজন বলে অঞ্চল ভিত্তিক কার্ফু জারি করতে পারে রাজ্য সরকারগুলি। একই সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই পরিস্থিতিতে মেডিক্যাল অক্সিজেনের অভাব যাতে না দেখা যায় তার জন্য রাজ্যগুলিকে আগাম সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এবং মেডিক্যাল অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রেও যাতে কোনও ধরনের প্রতিবন্ধকতা যাতে না হয় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

আরও পড়ুন: ৮ দফাতেই ভোট, তবে মানতে হবে কোভিড বিধি, সর্বদল বৈঠক শেষে ভিন্ন মেজাজে ঘাস-পদ্ম

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মাত্র একদিনে দেশে নতুন করে ২ লক্ষ ১৬ হাজার ৬৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যগুলি। এই অবস্থায় নতুন করে দেশে লকডাউন জারি করা হবে কি না সেটা নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে কেন্দ্রীয় সরকার নতুন করে লকডাউনের পক্ষপাতী নয়। যদিও এলাকা ভিত্তিক সংক্রমণ রুখতে অঞ্চল ভিত্তিক কার্ফুর সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: ‘পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ হয় না, সচেতন হতে হবে নেতাদেরও’, ভোট আবহে করোনার বাড়বাড়ন্তে পর্যবেক্ষণ হাইকোর্টের