AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tendered Ballot: আপনার ভোট কেউ দিয়ে দিলে আপনি কীভাবে ভোট দেবেন জেনে নিন

Tendered Ballot: চতুর্থদফায় পুনে শহর কংগ্রেসের সভাপতি অরবিন্দ শিন্ডে টেন্ডার ভোট দিয়েছেন। সোমবার পুনেতে ভোট দিতে গিয়ে তিনি দেখেন, তাঁর ভোট পড়ে গিয়েছে। তারপরই প্রিসাইডিং অফিসারকে জানিয়ে টেন্ডার ভোট দেন তিনি।

Tendered Ballot: আপনার ভোট কেউ দিয়ে দিলে আপনি কীভাবে ভোট দেবেন জেনে নিন
টেন্ডার ভোট কী?
Follow Us:
| Updated on: May 14, 2024 | 9:46 PM

নয়াদিল্লি: ভোটের লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু, ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারলেন, আপনার ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ আপনার নামে অন্য কেউ ভোট দিয়ে চলে গিয়েছেন। আপনি বুঝতে পারছেন না এবার কী করবেন। ভোট দিতে না পেরে ফিরে যাবেন কি না ভাবছেন। কিন্তু, আপনার ভোট অন্য কেউ দিয়ে চলে গেলেও আপনি ভোট দিতে পারেন। আপনার ভোটকে টেন্ডার ভোট হিসেবে গণ্য করা হবে। কী এই টেন্ডার ভোট? আপনার ভোট কি গণনা হবে?

টেন্ডার ভোট কী?

যখন একজনের ভোট অন্যজন দিয়ে চলে যায়, তখন টেন্ডার ভোট দেওয়া যায়। আপনাকে প্রিসাইডিং অফিসারকে গিয়ে জানাতে হবে যে আপনার ভোট অন্যজন দিয়ে চলে গিয়েছে। তখন প্রিসাইডিং অফিসার আপনার পরিচয়পত্র খতিয়ে দেখবেন। পরিচয়পত্র দেখে যদি প্রিসাইডিং অফিসার নিশ্চিত হন, তিনি টেন্ডার ভোট দেওয়ার ব্যবস্থা করেন। টেন্ডার ভোট ইভিএমে দেওয়া যায় না। ব্যালট পেপারে দিতে হয়। ওই ব্যালট পেপারের পিছনে টেন্ডার ভোট লেখা হয়। প্রিসাইডিং অফিসার একটি খামে টেন্ডার ভোট সিল করে রাখেন।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ছড়িয়েছে যে কোনও বুথে ১৪ শতাংশের বেশি টেন্ডার ভোট পড়লে ওই বুথে পুনরায় ভোটগ্রহণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পোস্ট ভুয়ো। এরকম কোনও আইন দেশে নেই।

তাহলে টেন্ডার ভোট কী হয়?

ফল ঘোষণার সময় টেন্ডার ভোট মূল গণনার সঙ্গে যুক্ত করা হয় না। যদি দুই প্রার্থীর মধ্যে জয়ের ব্যবধান প্রদত্ত টেন্ডার ভোটের থেকে কম হয়, তখন পরাজিত প্রার্থী আদালতে আবেদন করতে পারেন। টেন্ডার ভোট গণনার দাবি জানাতে পারেন। শুধুমাত্র হাইকোর্টের নির্দেশে টেন্ডার ভোট তখন গণনায় যুক্ত করা হয়।

গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন ঘিরে তাপ-উত্তাপ বাড়ছে। সাতদফা নির্বাচনের চারদফার ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থদফায় পুনে শহর কংগ্রেসের সভাপতি অরবিন্দ শিন্ডে টেন্ডার ভোট দিয়েছেন। সোমবার পুনেতে ভোট দিতে গিয়ে তিনি দেখেন, তাঁর ভোট পড়ে গিয়েছে। তারপরই প্রিসাইডিং অফিসারকে জানিয়ে টেন্ডার ভোট দেন তিনি।