নয়া দিল্লি: অশিক্ষক শূন্যপদে চাকরির সুযোগ আইআইটিতে। আইআইটি রুর্কি অশিক্ষক শূন্য পদে আবেদন গ্রহণ করছে। ১১ মে পর্যন্ত আবেদন করা যাবে। https://www.iitr.ac.in/administration/pages/Openings+Non_Teaching_Jobs.html এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
কোন কোন শূন্য পদ রয়েছে?
জুনিয়র টেকনিক্যাল সুপারইন্টিন্ডেন্ট- ১টি শূন্য পদ
অ্যাসিসটেন্ট সিকিউরিটি অফিসার- ১টি শূন্য পদ।
কোচ- ৬টি শূন্য পদ।
জুনিয়র সুপারইন্টিন্ডেন্ট-৩১টি শূন্য পদ।
জুনিয়র সুপারইন্টিন্ডেন্ট- ১টি শূন্য পদ।
ফার্মাসিস্ট- ১টি শূন্য পদ।
জুনিয়র ল্যাব অ্যাসিসটেন্ট- ৫১টি শূন্য পদ।
জুনিয়র অ্যাসিসটেন্ট- ৩৯টি শূন্য পদ।
ড্রাইভার- ১টি শূন্য পদ
ফাইন্যান্স অফিসার- ১টি শূন্য পদ।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার- ২টি শূন্য পদ।
হিন্দি অফিসার- ১টি শূন্য পদ।
অ্যাসিসটেন্ট স্পোর্টস অফিসার- ১টি শূন্য পদ।
সিনিয়র সায়েন্টেফিক অফিসার – ১টি শূন্য পদ।
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী আইআইটি রুর্কির ওয়েবসাইট মারফত জানা যাবে।
আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক হলেই মিলবে ভ্যাকসিন, বিনামূল্যে দেবে সরকার?