নাগপুর: প্রথমে দিল্লি। তারপর নাগপুর। দু’জায়গাতেই লাগামহীন চড়েছে পারদ। কিন্তু দুই জায়গাতেই তাপমাত্রার ভুল তথ্য উঠে এসেছে। সম্প্রতি দিল্লির এক অটোমেটির ওয়েদার স্টেশনে রিডিং এসেছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। তারপর আবার গতকাল নাগপুরে একইরকমভাবে এক ওয়েদার স্টেশনে তাপমাত্রার পারদ চড়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু দিল্লির মতো নাগপুরেও ভুল রিডিং উঠে এসেছিল। জানিয়ে দিল মৌসম ভবন।
নাগপুরে আবহাওয়া দফতরের থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নাগপুরের ওই ওয়েদার স্টেশনে সেন্সরে গোলযোগের জন্য এই ভুল রিডিং উঠে এসেছিল। আবহাওয়া দফতরের আঞ্চলিক অফিস সেই সমস্যা মেরামতের কাজ চালাচ্ছে। তাহলে কত ছিল গতকাল নাগপুরের তারমাত্রা? সেই তথ্যও জানানো হয়েছে নাগপুরের হাওয়া অফিসের তরফে। গতকাল (৩০ জুন) নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।
কিন্তু কেন বার বার এই সমস্যা? প্রথমে দিল্লিতে। তারপর নাগপুরে। হাওয়া অফিস থেকে অবশ্য জানানো হচ্ছে, আবহাওয়া যদি খুব প্রতিকূল হয়, তাহলে ইলেকট্রনিক সেন্সর কাজ নাও করতে পারে। সেন্সর খারাপ হয়ে যাওয়া বা প্রোটেকশন শিল্ড কাজ না করা, এমন বিভিন্ন কারণে অটোমেটিক সিস্টেমে ভুল রিডিং আসতে পারে। তবে সেটি যাচাই করে দেখার জন্য হাওয়া অফিসের আবহাওয়াবিদরা রয়েছেন। আরও অন্যান্য মাপকাঠি থাকে, যেগুলির সঙ্গে তুলনা করে আবহাওয়াবিদরা বুঝতে পারেন সেই রিডিং ভুল না ঠিক।