Last Phase Vote: শেষ দফায় ভোটের ময়দানে মোদী-অভিষেক-কঙ্গনা-চান্নি, রইল ‘হেভিওয়েট’দের তালিকা

May 31, 2024 | 10:41 PM

Lok Sabha Election 2024 Preview: মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। ৫৭টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউত, অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নির মতো হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন এই দফায়।

Last Phase Vote: শেষ দফায় ভোটের ময়দানে মোদী-অভিষেক-কঙ্গনা-চান্নি, রইল হেভিওয়েটদের তালিকা
শনিবার শেষ দফার ভোট।
Image Credit source: TV9 Network

Follow Us

১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা ভোট ২০২৪। শনিবার ১ জুন নির্বাচনের শেষ দফা। সপ্তম দফায় ভোট হবে ৫৭টি লোকসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হবে উত্তর প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পঞ্জাব, ওড়িশা, ঝাড়খণ্ড ও চণ্ডীগঢ়ে। মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। ৫৭টি লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউত, অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নির মতো হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন এই দফায়।

বারাণসী থেকে ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা অজয় রায়ও লড়ছেন এখান থেকে। ২০১৪ ও ২০১৯ সালে এই বারাণসী কেন্দ্র থেকেই জেতেন মোদী। এবার হ্যাটট্রিকের পথে পা নমোর।

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে প্রথম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৯ সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। ২০২৪ সালেও লড়ছেন এখান থেকেই। সিপিএমের প্রতীক-উর রহমান ও বিজেপির অভিজিৎ দাস অভিষেকের প্রতিদ্বন্দ্বী।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হিমাচল প্রদেশের হামিরপুর থেকে বিজেপির প্রার্থী। কংগ্রেসের সতপাল সিং রায়জাদা এই কেন্দ্র থেকেই লড়ছেন। মান্ডি থেকে ভোটে লড়ছেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাউত। প্রথমবার ভোটের ময়দানে বলিউডের ‘কুইন’। তাঁর বিপক্ষে লড়ছেন বিক্রমাদিত্য সিং। হিমাচল কংগ্রেসের প্রধান প্রতিভা সিং ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পুত্র বিক্রমাদিত্য।

লালুপ্রসাদ যাদবের বড় মেয়ে মিশা যাদবেরও ভাগ্য পরীক্ষা এই দফায়। পাটলিপুত্র থেকে ভোটে লড়ছেন তিনি। ২০১৪ ও ২০১৯ সালেও এই কেন্দ্র থেকে লড়েন লালু-কন্যা। তবে বিজেপির রামকৃপাল যাদবের কাছে দু’বারই হেরে যান। এবারও রামকৃপালই তাঁর প্রতিদ্বন্দ্বী।

পঞ্জাবের জলন্ধর থেকে প্রার্থী চরণজিৎ সিং চান্নি। তাঁর প্রতিদ্বন্দ্বী আপের পবনকুমার টিনু ও শিরোমণি অকালি দলের প্রার্থী মহিন্দর সিং কেপি। পঞ্জাবের ভাটিন্দা থেকে লড়ছেন হরসিমরত কৌর বাদল। এখানে কংগ্রেসের প্রার্থী মহিন্দর সিং সিধু।

পটনা সাহিবের প্রার্থী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে সেবারের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে হারান রবিশঙ্কর। চণ্ডীগঢ় থেকে কংগ্রেসের প্রার্থী মনীশ তিওয়ারি। এখানে বিজেপির প্রার্থী সঞ্জয় ট্য়ান্ডন।

Next Article